Minister News: হঠাৎ কনভয় থামিয়ে গ্রামে ঢুকে পড়লেন মন্ত্রী! কোথায় ঘটল এমন ঘটনা

Last Updated:

কনভয় থামিয়ে গ্রামে ঢুকে পড়লেন মন্ত্রী, মহিলাদের দুয়ারে গিয়ে হাজির হলেন তিনি। এমন ঘটনা দেখা গেল বাংলায়

+
চন্দ্রিমা

চন্দ্রিমা ভট্টাচার্য

#উত্তর ২৪ পরগনা: হঠাৎ গাড়ি থামিয়ে অজ পাড়াগাঁয়ে ঢুকে পড়লেন মন্ত্রী। পায়ে হেঁটেই হাজির হলেন মহিলাদের দুয়ারে দুয়ারে। কার কী সমস্যা আছে শুনলেন। বৃহস্পতিবার সন্ধেয় এমনই রূপে দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।
বৃহস্পতিবার টাকিতে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানকার কাজ মিটিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন। হঠাৎই হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের হরিপুর একাকায় কনভয় থামাতে বলেন তিনি। গাড়ি থেকে নেমে সোজা চলে যান গ্রামে। এ কোনও পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। তাই হঠাৎ মন্ত্রীকে গ্রামে দেখে অবাক হয়ে যান সকলে।
advertisement
advertisement
তবে গ্রামবাসীদের আড়ষ্টতা ভাঙতে চন্দ্রিমাই প্রথম এগিয়ে আসেন। তিনি নিজে থেকে হরিপুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পাশাপাশি রাজ্য সরকারের সামাজিক ১৫ টা প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা সেটাও জানতে চান। মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত এলাকার মানুষ। অনেকেই এই সুযোগকে হাতছাড়া করতে চাননি। কেউ কেউ আবাস যোজনার ঘর নিয়ে সমস্যার কথা তুলে ধরেন, আবার কেউ কেউ বিধবা ভাতা না পাওয়ার কথা জানান মন্ত্রীকে।
advertisement
উল্লেখ্য, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীও। বৃহস্পতিবার টাকি সাংস্কৃতিক মঞ্চে তিনি একটি কর্মীসভা করেন। সেই সভা মঞ্চে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সচেতনতামূলক নৃত্য প্রদর্শনী হয়। তৃণমূলের মহিলা কর্মীদের জানান, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তাঁরাই মূল চালিকাশক্তি হবেন। বলেন, আগামী দিনে এখানে হাজির মহিলাদের অনেকেই রাজ্যকে নেতৃত্ব দেবেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Minister News: হঠাৎ কনভয় থামিয়ে গ্রামে ঢুকে পড়লেন মন্ত্রী! কোথায় ঘটল এমন ঘটনা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement