North 24 Parganas: গরমে বেলের সরবত! মাটির নীচে কীভাবে পাকানো হয় কাঁচা বেল!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বেল পাকলে কাকের কি! যদিও এই প্রবাদ গাছের পাকা বেলেরকথা বলা হয়েছে, তবে কাঁচাবেল পাকানো হয় কীভাবে তা অনেকেরই অজানা।
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: বেল পাকলে কাকের কি! যদিও এই প্রবাদ গাছের পাকা বেলেরকথা বলা হয়েছে, তবে কাঁচাবেল পাকানো হয় কীভাবে তা অনেকেরই অজানা। কীভাবে পাকানো হয়কাঁচাবেল৷ তারই খোঁজ নিল news 18 লোকাল৷ উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার রন্ধনগাছা৷ এই এলাকার অধিকাংশ পরিবারের ব্যবসা কাঁচাবেল পাকানো৷সারাবছরই বেলেরচাহিদা থাকে৷তবেগ্রীষ্মকালে বেলের সরবতের চাহিদা একটু বেশি৷ তবে যে পাকা বেল থেকে সরবত তৈরি হয়, কীভাবে তা পাকানো হয়,সে সব কথা অনেকেরই অজানা৷
দেখে নেওয়া যাকবেল পাকানোর পদ্ধতি--
view commentsকাঁচাবেল পাকানোর পদ্ধতি অন্যান্য ফলের মত নয়। এর পদ্ধতিআলাদা৷ বাড়ির সামনে বড় উঠোনে মাটির তলায় গুহা করা হয়। ওই গুহায় সারি সারি বেল রাখা হয়৷ এক একটা গুহায় প্রায় তিন হাজার বেল ধরে। গুহার ওপর ছোট ছোট গর্ত করা হয়৷ ওই গর্ত দিয়ে গোবরের ঘুটে ভেঙে তুষ মিশিয়ে গুহার ভিতরে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ভাবেই জ্বলতে থাকে সাত দিন। তারপর বেল বের করা হয়। এই সাতদিনের মধ্যে মাঝে মাঝে মাটির গুহার ওপরের ঢাকনা খুলে দেখে নেওয়া হয়, যে বেলগুলিতে রঙ ধরেছে কিনা৷ শুধু যে আগুনের তাপে বেল পাকছে তেমনটা নয়, ঘুটে ও তুষের সঙ্গে কার্বাইডও ব্যবহার করা হয়। এতে বেলের পাকা রঙ আসে৷ বেল পাকানোর ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের কাছে প্রথমে কাঁচা বেল আসে৷ সেই বেল গুলি ভালো করে ধুয়ে নিয়ে পাকানোর পদ্ধতি চলে।জানা গিয়েছে, বেল আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। রাজ্যের বাইরে থেকেও আসে, কিন্তু পাকানোর পর বেল বেশির ভাগ চলে যায় কলকাতার একটি মার্কেটে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার রন্ধনগাছা এলাকার প্রায় ৩০০ পরিবার এই ব্যবসায় যুক্ত৷ এক একটি বাড়িতে প্রচুর কর্মচারী কাজ করেন।
Location :
First Published :
April 17, 2022 12:06 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: গরমে বেলের সরবত! মাটির নীচে কীভাবে পাকানো হয় কাঁচা বেল!