North 24 Parganas News: মাত্র দু'বছর বয়সেই এত কিছু! দেবাত্রীর নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

Last Updated:

North 24 Parganas News: মাত্র দু'বছর বয়সেই এতকিছু বলতে পারে দেবাত্রী, প্রতিভার জোরে মাত্র ২ বছর বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গোবরডাঙ্গার এই খুদে।

+
দু

দু বছরের দেবাত্রী 

উত্তর ২৪ পরগনা: প্রতিভার জোরে মাত্র ২ বছর বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গোবরডাঙ্গার এই খুদে। এলাকার ছোট্ট মেয়ের এই সাফল্যে আজ খুশি গোবরডাঙ্গাবাসীরাও। জানা যায়, গোবরডাঙ্গা থানার হায়দাদপুরের বাসিন্দা সুখেন যশ ও মুক্তা যশের একমাত্র মেয়ে দেবত্রী যশ। মাত্র দুই বছর বয়সের এই খুদে মেয়েটির প্রতিভা দেখে এখন অবাক হচ্ছেন সকলে।
ছোট্ট দেবত্রী বাংলা ও ইংরেজি মিলিয়ে ১০০ টিরও বেশি কবিতা বলতে পারে সাবলীলভাবে, যার মধ্যে প্রায় কুড়িটিরও বেশি ইংরেজি কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা নির্মল বসু কিংবা অন্নদাশঙ্কর রায়ের কবিতা, এই বয়সেই সাবলীল ভাবে বলতে পারে দেবত্রী। শুধু কবিতায় নয়, এই বয়সে সে খুব সহজেই শিখে নিয়েছে ৫-এর ঘরের নামতা এবং বিভিন্ন ফল, গাছ, পশুর ইংরেজি নামও। তার এই প্রতিভা দেখে প্রথমে অবাকই হয়েছিলেন পরিবারের লোকেরা।
advertisement
advertisement
এরপর পেশায় ব্যবসায়ী সুখেন বাবু যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর ওয়েবসাইটে। মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে।
advertisement
তারপরই, কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় দেবত্রীর গোবরডাঙ্গার বাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই যার খুশির মেজাজ যশ পরিবারে। শুধু পরিবারই নয়, এলাকার ছোট্ট মেয়ের এই সাফল্যে আজ খুশি সকলেই।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাত্র দু'বছর বয়সেই এত কিছু! দেবাত্রীর নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement