North 24 Parganas News- জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি, অশোকনগরে গড়ে উঠবে নতুন পর্যটন কেন্দ্র, বাড়বে কর্মসংস্থান
- Published by:Samarpita Banerjee
- hyperlocal
Last Updated:
জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি! সংস্কার হবে খালের, অশোকনগরে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, হবে কর্মসংস্থান
#উত্তর ২৪ পরগনা: অশোকনগরের গৌরবের মানচিত্রে আরও একটি নতুন সংযোজন। তৈরি হতে চলছে পর্যটন কেন্দ্র। বিনোদনের হাজারো পসরা সাজিয়ে রাত্রিবাসের সঙ্গে প্রাকৃতিক দৃশ্য উপভোগের আয়োজনের তোড়জোড় চলছে সরকারের তরফ থেকে। মরা পদ্মা নালাকে জীবন্ত করে তোলার বিশেষ উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বিদ্যাধরী খাল সংস্কার সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের একটি পরিকল্পনা ইতিমধ্যেই প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানালেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী৷
সবকিছু ঠিকঠাক চললে আগামীদিনে অশোকনগরের বিস্তীর্ণ এলাকার জল-যন্ত্রনার ছবিটা থাকবেই না, ববং এলাকার সৌন্দর্যায়নে ফিরবে এলাকার অর্থনৈতিক ভবিষ্যৎ। আর সেই খুশিতে আশায় বুক বাঁধছেন বিদ্যাধরী ও পদ্মাখাল সংলগ্ন এলাকার বাসিন্দারা।
প্রতি বর্ষায় প্রায় কয়েকমাস জলযন্ত্রনায় থাকতে হয় অশোকনগরের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের। সেই সমস্যা মেটাতে পদ্মাখালের সংস্কার জরুরী।অশোকনগরের পিএল ক্যাম্প থেকে শুরু করে শরৎনগর হয়ে পদ্মা খালটি মিশেছে বিদ্যাধরী খালে। মজে যাওয়া এই খালের মাটি কেটে তাকে পুনরায় সতেজ করে তুলতে তৎপর প্রশাসন।
advertisement
advertisement
ইতিমধ্যেই, খাল সংস্কারের জন্য ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত শুরু হবে কাজ। পদ্মা খালের পাশাপাশি গুমা জোড়া ব্রিজ থেকে কাকপুল পঞ্চাশ পরিবার প্রায় আড়াই কিলোমিটার বিদ্যাধরী খাল সংস্কারের সার্ভে সম্পন্ন হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট দফতরের৷
পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন মিটবে জল যন্ত্রণার অতীতের সেই চেনা ছবি, অপরদিকে পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিতে সচেষ্ট হবে অশোকনগর। বাড়বে কর্মসংস্থান।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
April 20, 2022 8:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি, অশোকনগরে গড়ে উঠবে নতুন পর্যটন কেন্দ্র, বাড়বে কর্মসংস্থান