North 24 Parganas: পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা সামলাচ্ছে একরত্তি ছেলে

Last Updated:

১৩ বছরের এক কিশোর।নাম-বিশ্বজিত দেউরি৷ তার মা হাসপাতালে চিকিৎসাধীন৷ বাবা ছোট একটি খাবারের দোকান চালান৷ সংসারের আয় বলতে এই খাবারের ব্যবসা৷

+
বাবার

বাবার ব্যবসা সামলাচ্ছে ১৩ বছরের বিশ্বজিৎ

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: ১৩ বছরের এক কিশোর।নাম-বিশ্বজিত দেউরি৷ তার মা হাসপাতালে চিকিৎসাধীন৷ বাবা ছোট একটি খাবারের দোকান চালান৷ সংসারের আয় বলতে এই খাবারের ব্যবসা৷ কিন্তু হাসপাতালে স্ত্রীর পাশে থাকতে গিয়ে বন্ধের মুখে সেই দোকান৷ এই পরিস্থিতিতে দোকানের হাল ধরতে এগিয়ে এলো ছোট্ট ছেলে বিশ্বজিত৷ দোকানের নাম হরিচাঁদ মুখরোচক। হাবরা রেলওয়ে স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দোকান৷ সেখানে গিয়ে দেখা গেল,দোকানের কাউন্টারের সামনাসামনি হতে পায়ের তলায় একটা টুল রেখে তার উপর দাঁড়িয়ে আছে ছোট্ট বিশ্বজিত৷ একা হাতেই ক্রেতাদের চাহিদা মত খাবার তুলে দেওয়ার পাশাপাশি খাবারের মূল্য বুঝে নিচ্ছে সে৷ এই বয়সে স্কুলে না গিয়ে কেন দোকানদারী করা হচ্ছে ? এই প্রশ্নের উত্তরে ১৩ বছরের বিশ্বজিত জানায়, বাবা হাসপাতালে গিয়েছে মাকে দেখতে৷ আবার দোকান বন্ধ থাকলে, মায়ের চিকিৎসার খরচ কোথা থেকে জোগার হবে৷ তাই বাবাকে সহযোগিতা করতে এগিয়ে আসা৷ তবে ব্যবসার পাশাপাশি স্কুলেও যাচ্ছি৷ কিন্তু বাবা যে দিন মাকে দেখতে হাসপাতালে যায়,সেদিন আর স্কুলে যাওয়া হয় না৷ এই তো এবছর অষ্টম শ্রেণীতে উঠলাম৷ আর এমন ছেলে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বাবা সঞ্জয় দেউরি৷ সে জানায়, ছেলে সহযোগিতা করায়, এখন আর ব্যবসা সামলাতে কোনও অসুবিধা হচ্ছে না।তবে আমি চাই ছেলে পড়াশোনা শিখে বড় হক৷ এবং ওর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক৷ দোকানে আসা ক্রেতারা মনে করেন, দায়িত্ব নেওয়া অবশ্যই ভবিষ্যতের পক্ষে ভালো, কিন্তু তার সাথে অবশ্যই পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে বিশ্বজিৎকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা সামলাচ্ছে একরত্তি ছেলে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement