North 24 Parganas News: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো, মৃত এক, গুরুতর আহত আরও এক
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বামুনপুকুর স্কুল এলাকায় একটি চলন্ত অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় দুইজন স্থানীয় বাসিন্দা।
বসিরহাট: ফের পথ দুর্ঘটণায় মৃত্যু মিনাখাঁয়। অটো উল্টে মৃত্যু এক, গুরুতর আহত আরও এক, তদন্তে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত মিনাখাঁ থানার বামনপুকুর স্কুল রোড এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বামুনপুকুর স্কুল এলাকায় একটি চলন্ত অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় দুইজন স্থানীয় বাসিন্দা, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে।
সেখানেই ৩৮ বছরের নয়ন পরামানিককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। অন্যদিকে ২৪ বছরের অপর যাত্রী আহত শ্যামসুন্দর পরামানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে উত্তর ২৪ পরগনার কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।
advertisement
ইতিমধ্যে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি কীভাবে ঘটল এই ঘটনা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 2:32 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো, মৃত এক, গুরুতর আহত আরও এক