Sribhumi Durga Puja: ৫০ বছরের সেলিব্রেশন, শ্রীভূমিতে সোনায় মোড়া দেবীর থিমের রহস্য ফাঁস

Last Updated:

পুজোর ৫০ বছর হওয়ার, প্রতিমা এবার সোনায় মোড়া থাকবে বলে জানান মন্ত্রী সুজিত বোস।

Durga Puja theme of Sribhumi Sporting Club is Vatican City
Durga Puja theme of Sribhumi Sporting Club is Vatican City
#উত্তর ২৪ পরগনা: শুরু হয়ে গেছে দুর্গা পুজোর কাউন্টডাউন। বাকি প্রায় ৯০ দিনের মত। পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে তৈরি হচ্ছে শহর ও শহরতলি। দর্শনার্থীদের কাছে কলকাতার নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজোর পঞ্চাশ বছরে পদার্পণ। রথযাত্রার শুভক্ষণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোয় জনসমক্ষে এদিনই ঘোষণা করা হল এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের ভাবনা।
রোমের ভ্যাটিকান সিটি এবার ফুটে উঠবে শ্রীভূমিতে। সেই ভ্যাটিকান সিটি সিটির মডেল উদ্বোধন করা হয় এদিন। উপস্থিত ছিলেন অভিনেতা সাংসদ দেব, এছাড়াও মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি, সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্বরা।
advertisement
advertisement
এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোনও না কোনও চমক থাকে। কোন সময় বাহুবলীর সেট, কখনো পদ্মাবত, কখনও আবার পুরীর মন্দির। প্রতি বছরই এই পুজো ঘিরে দর্শনার্থীদের আলাদা আকর্ষণ থাকে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনকে রীতিমত হিমসিম খেতে হয়। পুজোর ৫০ বছর হওয়ার, প্রতিমা এবার সোনায় মোড়া থাকবে বলে জানান মন্ত্রী সুজিত বোস।
advertisement
জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর মধ্য দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫০ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেলো রথযাত্রার দিনে। এদিন অনুষ্ঠান উপলক্ষে এলাহি আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন খুঁটি পূজার অনুষ্ঠানে। ইউনেস্কো দুর্গাপূজোকে বিশেষ স্বীকৃতি দেওয়ায় এ বছর পুজো কয়েকদিন আগে থেকেই শুরুর ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sribhumi Durga Puja: ৫০ বছরের সেলিব্রেশন, শ্রীভূমিতে সোনায় মোড়া দেবীর থিমের রহস্য ফাঁস
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement