North 24 Parganas News: দেব খাচ্ছেন চুমু, কখনও প্রসেনজিতের কোলে, এই মেয়েকে নিয়ে উন্মাদনার শেষ নেই

Last Updated:

খুদে এই শিল্পীর নাচ মুগ্ধ করেছে টলিউড স্টার থেকে শুরু করে আপামোর মানুষের। সেরার সেরা হয়ে হাবরার মুখ উজ্জ্বল করেছে কথাকলি মনে করছেন হাবড়াবাসীরা।

+
title=

#উত্তর ২৪ পরগনা: মেয়ের কৃতিত্বে এখন বাড়িতে অনবরত আসছেন মানুষজন এই খুদে প্রতিভাকে দেখতে। ইতিমধ্যেই ছয় বছর বয়সে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রির খেতাব জয় করেছেন কথাকলি রায়। খুদে এই শিল্পীর নাচ মুগ্ধ করেছে টলিউড স্টার থেকে শুরু করে আপামোর মানুষের। সেরার সেরা হয়ে হাবরার মুখ উজ্জ্বল করেছে কথাকলি মনে করছেন হাবড়াবাসীরা। আর তারপর থেকেই একের পর এক মানুষের শুভেচ্ছায় ভাসছেন ছোট্ট নৃত্য শিল্পী কথাকলি রায়।
আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
বাবা কৌশিক রায় পেশায় ব্যবসায়ী, মা পূজা রায় গৃহবধূ। ছোটবেলা থেকেই বিভিন্ন গানে মেয়ের নাচের আগ্রহ লক্ষ্য করেই তারা ভর্তি করেন নাচের প্রশিক্ষণে। চার বছর বয়স থেকেই ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠে এই খুদে প্রতিভা। কামারথুবার বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুলের পড়ুয়া কথাকলি। পড়াশোনার পাশাপাশি নাচকে তার সঙ্গী বানিয়ে নিয়েছিলেন। নিজের মনেই করে চলতেন সময় অসময়ে নানান নৃত্যের কৌশল। আর তার মধ্য দিয়েই চলত অনুশীলন।
advertisement
আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন
এরপরই অডিশন দিয়ে সুযোগ আসে ডান্স ডান্স জুনিয়র সৃজন থ্রি তে অংশগ্রহণ করার। দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে এই প্রতিযোগিতায় দর্শকদের পাশাপাশি বিচারকদের মন জয় করে নিয়েছেন ছোট কথাকলি। একুশ জন প্রতিযোগীর মধ্যে ছোট্ট কথাকলি রায় জিতে নেয় সেরার শিরোপা। কথাকলির ডান্স শিক্ষক ইন্দ্রজিৎ পালের কাছে প্রশিক্ষণের পাশাপাশি বাবা-মায়ের বাড়তি নজর ছোট বয়সেই তাকে পারদর্শী করে তুলেছে। যে কোনও নৃত্য অবলীলায় করতে পারে ছয় বছরের ছোট্ট এই নৃত্যশিল্পী কথাকলি। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার আরও বড় প্লাটফর্মে নিজেকে তুলে ধরার, চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খেতাব জয় করে রীতিমত খুশি খুদে এই শিল্পী।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দেব খাচ্ছেন চুমু, কখনও প্রসেনজিতের কোলে, এই মেয়েকে নিয়ে উন্মাদনার শেষ নেই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement