North 24 Parganas News: চাষের জমি নিয়ে লড়াই, কুড়ুলের কোপ থেকে রেহাই পেল না মহিলা-শিশুরাও

Last Updated:

লাঠি, বাঁশ, কুড়ুল নিয়ে মালিকপক্ষ তাঁর পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানান আবু বক্কার সিদ্দিক। এই ঘটনায় ওই বর্গা চাষির স্ত্রী সহ মোট পাঁচজন গুরুতর জখম হন।

উত্তর ২৪ পরগনা: চাষের জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোলে ধারাল অস্ত্রের কোপে মহিলা, শিশু সহ আহত ৬ জন। শাসনের এই ঘটনায় শাসক দলের নাম জড়িয়ে গিয়েছে।
উত্তর ২৪ পরগনার শাসনের কীর্তিপুর-১ পঞ্চায়েতের কৃষ্ণমাটি গ্রামের ঘটনা। এখানে প্রায় দু'বিঘা জমিতে বর্গা চাষ করেন আবু বক্কার সিদ্দিক। মালিকপক্ষ হঠাৎ সেই জমি নিজেদের দখলে নিতে চেয়েছে বলে অভিযোগ। সেই লক্ষ্যে লাঠি, বাঁশ, কুড়ুল নিয়ে মালিকপক্ষ তাঁর পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানান আবু বক্কার সিদ্দিক। এই ঘটনায় ওই বর্গা চাষির স্ত্রী সহ মোট পাঁচজন গুরুতর জখম হন। তাঁদেরকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু বক্কার সিদ্দিকের দাবি, যারা হামলা করেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের লোক।
advertisement
advertisement
তিনি কোন‌ও রাজনৈতিক দল করেন না জানিয়ে ওই চাষি বলেন, আজ যারা জমি দখল করতে এসেছিল সবাই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ২০-২২ জনের দল হামলা করে। মহিলা, শিশুরাও রেহাই পায়নি। যদিও এই ঘটনার সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করেছেন কীর্তিপুর-১ এর তৃণমূল অঞ্চল সভাপতি মান্নান হোসেন। তাঁর দাবি, পারিবারিক অশান্তি থেকে এই হামলা হয়েছে। এদিকে ওই জমির বর্গা চাষি এবং মালিকপক্ষ দু'জনরাই একে অপরের বিরুদ্ধে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
advertisement
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চাষের জমি নিয়ে লড়াই, কুড়ুলের কোপ থেকে রেহাই পেল না মহিলা-শিশুরাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement