Salt Lake Central Park : সল্টলেকের সেন্ট্রাল পার্কে হাঁটতে এসে সাতসকালে এ কী বিড়ম্বনা প্রবীণ প্রবীণাদের!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Salt Lake Central Park : গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রবীণ নাগরিক থেকে শুরু করেন প্রাতঃভ্রমনে আসা মহিলারা।
উত্তর ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা পরিষেবায় ছাড় রয়েছে বয়স্ক মানুষদের জন্য। কিন্তু সেই বয়স্ক মানুষরাই আজ এক আজব নিয়মে সমস্যার সম্মুখীন হয়েছেন সল্টলেকে । অন্যান্য দিনের মতো বয়স্ক নাগরিকরা প্রাতঃভ্রমণে এলেও তাঁদের পার্কে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। এর পরই গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রবীণ নাগরিক থেকে শুরু করেন প্রাতঃভ্রমণে আসা মহিলারা।
বেশ কিছুক্ষণ ধরে পার্কের কর্মী ও আধিকারিকদের সঙ্গে পার্কে আসা বয়স্ক নাগরিকদের বচসা চলে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মেলেনি কোন সুরাহা। এর পরই শুরু হয় বিক্ষোভ ৷ স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে পার্ক কর্তৃপক্ষ একটি নোটিস দিয়ে জানায় অগাস্ট মাস থেকে প্রাতঃভ্রমণ করতে পার্কে ঢুকলে দশ টাকা করে টিকিট কাটতে হবে নাগরিকদের । স্থানীয় বয়স্ক মানুষেরা বিষয়টি জানার পর থেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন সমস্যা সমাধানের। স্থানীয় বিধায়ক সুজিত বসু থেকে শুরু করে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও এই বিষয়টি নিয়ে তাঁরা জানিয়েছেন বলে দাবি করেন। কিন্তু তাতেও সমস্যা সমাধানের কোনও রাস্তা বার হয়নি বলেই মত প্রবীণ নাগরিকদের।
advertisement
আরও পড়ুন : কী কাণ্ড ! বৃষ্টি হতেই বেরিয়ে আসছে বিষধরের দল, আতঙ্কে কাঁটা বাসিন্দারা
স্থানীয় নাগরিকরা জানান, তাঁরা দীর্ঘ দিন ধরে প্রাতঃভ্রমণের জন্য এই জায়গায় আসেন। হঠাৎ করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ায় সমস্যার তৈরি হয়েছে। অনেকেরই প্রতিদিন ১০ টাকা করে টিকিট কেটে ঢোকার সামর্থ্য নেই। সে ক্ষেত্রে বয়স্ক মানুষদের প্রাতঃভ্রমণ এর জন্য ছাড় দেওয়ার দাবি জানান তাঁরা। বয়স্ক নাগরিকরা ভোরবেলা শুদ্ধ অক্সিজেনের জন্য আসেন এই সেন্ট্রাল পার্কে। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ আসেন সকালে। কেউ হাঁটতে আসেন আবার কেউ চেষ্টা করেন যোগ-ব্যায়াম চর্চায় শরীরকে সুস্থ সবল রাখতে। সত্তর বছরের এক বৃদ্ধা মিনতি রায় জানান, তাঁদের একটি লাফিং ক্লাব আছে। তাঁরা চান পার্কে আগের মতোই বিনামূল্যে প্রবেশাধিকার থাকুক। মূলত এই দাবিকে সামনে রেখেই বিক্ষোভের পথে হাঁটেন প্রাতর্ভ্রমণকারীরা।
advertisement
advertisement
আরও পড়ুন : রাতের অন্ধকারে মোষের গাড়ি দেখে সন্দেহ পুলিশের, থামিয়ে চক্ষু চড়কগাছ
তবে, দশ টাকার টিকিট না কাটলে কোনও ভাবেই পার্কে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে। পূর্বে, যারা ১০ টার পর পার্কে আসতেন, তাঁদের ক্ষেত্রে ১০ থেকে ৫০ টাকা নেওয়া হত। কিন্তু তার আগে কোনও টাকা নেওয়া হত না। সেই নিয়মই যাতে পুনরায় চালু করা হয় এখন সেই দাবি জানাচ্ছেন প্রাতর্ভ্রমণ করতে আসা বয়স্ক নাগরিক থেকে স্থানীয় মহিলারা। এখন কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে তাঁরা।
advertisement
(প্রতিবেদক -রুদ্র নারায়ণ রায়)
Location :
First Published :
August 04, 2022 5:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Salt Lake Central Park : সল্টলেকের সেন্ট্রাল পার্কে হাঁটতে এসে সাতসকালে এ কী বিড়ম্বনা প্রবীণ প্রবীণাদের!