North 24 Parganas News: ঘরে বসেই কেনা যাবে মেলার সামগ্রী! কীভাবে? জানুন এখনই
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
বাড়ছে করোনার আশঙ্কা, আগামী দিনে অনলাইন শপিং-এ জোর
#উত্তর ২৪ পরগনা: এখন থেকে আর মেলায় নয়, ঘরে বসেই রাজ্যের বিপুল হস্ত শিল্পসামগ্রী কিনতে পারবেন সাধারণ মানুষ। করোনার গ্রাফ আতঙ্ক বাড়াতেই, জরুরি ভিত্তিতে বৈঠকে বসছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। পরিস্থিতির উপর নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও। বহুজাতিক ই -কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট, বিগ বাস্কেট, সুইগি-সহ জনপ্রিয় একাধিক বাণিজ্যিক সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। ওই সকল ই-কমার্স সংস্থার মাধ্যমকে কাজে লাগিয়ে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি অন্দরসজ্জা সামগ্রী ও খাদ্য দ্রব্য পৌঁছে যাবে ক্রেতাদের ঘরে ঘরে।নিউটাউনে সরস মেলায় এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।
বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নানাবিধ সামগ্রী নিয়ে অসংখ্য স্টল বসেছে এই মেলায়, যা চলবে নতুন বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত। সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী ছাড়াও শিল্প মন্ত্রী শশী পাঁজা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিত্বেরা। আয়োজক সংস্থা জানিয়েছে এই মেলায় দেশ-বিদেশ মিলিয়ে ২৩৬টি স্টল রয়েছে। এর মধ্যে অসম, অন্ধপ্রদেশ, চন্ডিগড়, গোয়া মিলিয়ে ১৯টি রাজ্যে প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন। সবমিলিয়ে ৮৫০ জন প্রতিনিধি নিজেদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে।
advertisement
খাদ্যপ্রেমীদের কথা ভেবে রাখা হয়েছে ৩০টি ফুড স্টল। এছাড়াও মেলা মাঠ জুড়ে রয়েছে নার্সারি প্যাভিলিয়ন, চিলড্রেন কর্নার, অ্যাক্টিভিটি সেন্টার, সেলফি জোন, এটিএম এর ব্যবস্থা। প্রতিদিন মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সংস্কৃতি অনুষ্ঠানও। বছর শেষের কয়েকদিন তাই চুটিয়ে আনন্দ করার পাশাপাশি ঘর সাজানোর জিনিস কিনতে অনেকেই ভিড় জমাচ্ছেন মেলায়। তবে করোনার আশঙ্কার কথা মাথায় রেখে এই মেলায়, আগামী দিনে অনলাইন পরিষেবার উপর জোর দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
December 28, 2022 9:06 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঘরে বসেই কেনা যাবে মেলার সামগ্রী! কীভাবে? জানুন এখনই