North 24 Parganas News- প্যারা ন্যাশনালে গোল্ড জয় দরিদ্র পরিবারের মেয়ে সাকিনা খাতুনের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
প্রতিবন্ধী হয়েও মেলে সাফল্য, প্যারা ন্যাশনালে গোল্ড জয় দরিদ্র পরিবারের মেয়ে সাকিনা খাতুনের
#উত্তর ২৪ পরগনা: প্রতিবন্ধকতা যে কখনোই সাফল্যের ক্ষেত্রে বাধা হতে পারে না, তা আরো একবার প্রমাণ করলেন বাংলার এই মেয়ে। বসিরহাট মহকুমার কোড়াপাড়া গ্রামে কৃষক পরিবারের মেয়ে বছর ৩২ এর সাকিনা খাতুন (North 24 Parganas News)৷ মাত্র দেড় বছর বয়সে তিনদিনের জ্বরে পোলিও রোগে আক্রান্ত হয়েছিল সে। তারপর কোমর থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায় সাকিনার৷ সাকিনারা এক ভাই ও তিন বোন৷ পরিবারের সেজো মেয়ে সে৷ বাবা সিরাজুল গাজী ও মা নুরজাহান বিবি। তারা অপরের জমিতে চাষের কাজে দিনমজুরি খেটে, মেয়েকে সুস্থ করার চেষ্টা করলেও তা বিফলে যায়। তবে তারপরও থেমে থাকেননি সাকিনার বাবা-মা। মেয়েকে নিয়ে দু চোখে স্বপ্ন ছিল বাবা-মা র। তারা চেয়েছিলেন, মেয়ে এমন কিছু করে দেখাক যাতে বাংলার নাম উজ্জ্বল হয়৷ বাবা-মা র সেই সাধ পূরণ করতেই প্রতিবন্ধী সাকিনা শপথ নেন দশ জনের মাঝে, নিজেকে কিছু করে দেখাবার।
শুরু হয় কঠোর অনুশীলন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ব্রঞ্চ পদক জয় করেন সাকিনা। ২০১৮ সালে এশিয়া গেমস এ ব্রোঞ্জ পায় সে (North 24 Parganas News)। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও থেমে থাকেনি সাকিনা। লড়াইতে নেমেছিল সে। জাপানের টোকিওতে প্যারা অলিম্পিকে পঞ্চম স্থান দখল করেন বাংলার এই মেয়ে ৷ ২০২২ সালে চলতি মাসে প্যারা ন্যাশনাল অনুষ্ঠিত হয় সল্টলেকের সাইতে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাতীয় স্তরে গোল্ড মেডেল পায় বসিরহাটের হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী মেয়ে সাকিনা৷ সাকিনার এখন মূল লক্ষ্য ২০২৪ - এ ফ্রান্সের প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণ করার। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সে৷
advertisement
ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে একটি সরকারি ঘর ও কোড়াপাড়া গ্রামে সাকিনার নামাঙ্কিত একটি পিচের রাস্তা করে দেওয়া হয়েছে (North 24 Parganas News)। সাকিনা জানালেন, "ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে আজ আমি সফল হয়েছি। আমার মতন যারা পিছিয়ে রয়েছে, তারাও এগিয়ে আসুক। একদিন তারাও সফল হবে। শুধু দরকার মনের সাহস।" মেয়ের এই সাফল্যে রীতিমতো গর্বিত সাকিনার পরিবার। মেয়ের কথা বলতে গিয়ে রীতিমতো চোখ ছল ছল অবস্থা বাবা মা রও। এলাকার মেয়ের এই সাফল্যে গর্বিত বসিরহাটের বাসিন্দারাও। করোনা মহামারীর কারণে কিছুটা পিছিয়ে গেলেও, লক্ষ্য পূরণে এখন রাত দিন অনুশীলন করে চলেছেন প্রতিবন্ধী সাকিনা খাতুন।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
March 23, 2022 7:44 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- প্যারা ন্যাশনালে গোল্ড জয় দরিদ্র পরিবারের মেয়ে সাকিনা খাতুনের