North 24 Parganas News- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে জেলায় শুরু হল সবলা মেলা

Last Updated:

জেলায় শুরু হল সবলা মেলা

+
জেলায়

জেলায় উদ্বোধন হল সবলা মেলার

#উত্তর ২৪ পরগনা: বারাসত এক নম্বর ব্লক নীলগঞ্জ সুভাষনগর এলাকায়, সবলা মেলার শুভ সূচনা হল এদিন। উদ্বোধন করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি ও বারাসত সোমা সাউ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল, বারাসত ব্লক এক পঞ্চায়েত সমিতির সভাপতি আরসাদ উদ্ জামান, বারাসত ব্লক এক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন কুমার নস্কর, বারাসত ব্লক এক পঞ্চায়েত সমিতির অনান্য কর্মাধ্যক্ষ ও বিশিষ্টজনেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র উদ্যোগে এই সবলা মেলা বিভিন্ন জায়াগায় হয়ে আসছে গত কয়েক বছর ধরে। মহিলাদের তৈরি হাতের কাজ তুলে ধরা হয় এই মেলায়, মহিলাদের স্বনির্ভর করা এবং তাদের হাতের তৈরি জিনিস এই মেলায় এসে বিক্রয় করার সম্পূর্ণ পরিকল্পনাই মুখ্যমন্ত্রীর। আগামী বেশ কয়েকদিন ধরে চলবে এই মেলা। বারাসত ব্লক এক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই সবলা মেলা শুরু হল সুভাষমগর, নীলগঞ্জ নেতাজি সংঘের মাঠে। এদিন ধামসা মাদল বাজিয়ে আদিবাসীদের বিভিন্ন গানের তালে তালে নৃত্য করা হয় এবং, সবলা মেলা জুড়েই বিভিন্ন ধরনের হাতের জিনিস বিক্রির জন্য স্টলের ব্যবস্থা রয়েছে। মেলা ঘিরে মহিলাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। প্রতিদিন সবলা মেলা ঘিরে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বনির্ভর মহিলাদের তৈরি হাতের কাজের বিভিন্ন সামগ্রী মিলবে এই মেলায়। ইতিমধ্যেই মেলায় ভিড় জমিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে জেলায় শুরু হল সবলা মেলা
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement