Road Accident: মধ্যরাতে বিরাট অঘটন! গুরুতর আহত ২, মদ্যপ চালকের ভুলে যা হল...
- Reported by:ARUN GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Road Accident: রাত ১১টার পরে কালো রঙের চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে খড়দহ স্টেশন রোড এলাকায় পরপর কয়েকটি গাড়ি, রিকশা,বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারতে মারতে রহড়া বাজারের দিকে এগিয়ে আসে । অবশেষে স্থানীয়রা ওই গাড়ি সহ চালককে ধরে ফেলে।
খড়দহ: রাত ১১টার পরে একটি কালো রঙের চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে খড়দহ স্টেশন রোড এলাকায় পরপর কয়েকটি গাড়ি, রিকশা, বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারতে মারতে রহড়া বাজারের দিকে এগিয়ে নিয়ে আসে৷ তারপর স্থানীয়রা ওই গাড়ি সহ চালককে ধরে ফেলে ।
স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় ২জন গুরুতর আহত হন । গাড়ি সহ চালককে স্থানীয়রা ধরে রেখে রহড়া থানায় খবর দেয়। রহড়া থানার পুলিশ গাড়ি সহ চালককে আটক করে নিয়ে যায় ।গোটা ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ ।
advertisement
advertisement
মাঝরাতে এভাবে মাঝেমধ্যেই মদ্যপ যুবকরা বেপরোয়া গাড়ি বা বাইক চালায় প্রচন্ড গতিতে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝে মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। কারণ বেশি রাতের দিকে ট্রাফিক পুলিশ থাকে না৷ এরপরেই সুযোগ নেয় মদ্যপ যুবকরা তখন তাদের গাড়ির গতি ও প্রচন্ড বেড়ে যায়। কয়েকদিন আগেও এক বাইক আরোহী ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিকে, গুরুতর ভাবে জখম হয় তারা। সোমবার রাতেও একই ঘটনা ঘটে৷ এলাকার মানুষ গাড়ি চালককে ধরে ফেলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
advertisement
Arun Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2023 2:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Road Accident: মধ্যরাতে বিরাট অঘটন! গুরুতর আহত ২, মদ্যপ চালকের ভুলে যা হল...







