North 24 Parganas News- ধ্বংসের পথে সাহিত্যিক দীনবন্ধু মিত্রের হেরিটেজ তকমা পাওয়া বাসভবন

Last Updated:

হেরিটেজ বাড়িটি অবিলম্বে সংস্কার না করা হলে, এক সময় হারিয়ে যাবে এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন, এমনটাই দাবি এলাকার স্থানীয় বাসিন্দাদের

জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে দীনবন্ধু মিত্রের বাসস্থান
জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে দীনবন্ধু মিত্রের বাসস্থান
#উত্তর ২৪ পরগনা: জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এক ভগ্নপ্রায় প্রাচীন অট্টালিকা। কিন্তু, তার প্রতিটি ইটের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে জেলারই এক ঐতিহাসিক স্থান। যে অট্টালিকাটি অবহেলায় জীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেটি বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক দীনবন্ধু মিত্রের বাসভবন (North 24 Parganas News)। ১০ এপ্রিল ছিল দীনবন্ধু মিত্রের জন্মদিন। কিন্তু কালের ইতিহাসে ক্রমশ বিলুপ্তির পথে তার এই স্মৃতিচিহ্ন।
“নীলদর্পন” বইটির লেখক, দীনবন্ধু মিত্রের বাড়িটি বর্তমানে এখন কার্যত ভুতুড়ে বাড়ির রূপ নিয়েছে। বাড়ির গা বেয়ে নেমেছে গাছের ঝুরি। হেরিটেজ হিসেবে গণ্য হলেও দেখে বোঝার উপায় নেই। বিশাল দরজাগুলি ক্ষয়ে গিয়েছে আর জানলা বলতে, এখন শুধুই আগাছা আর লতা-পাতা রয়েছে। বনগাঁ মহকুমার অন্তর্গত গোপালনগর থানার চৌবেড়িয়া গ্রামে, দীনবন্ধু মিত্রের বাসভবনের অবশিষ্ট অংশ পড়ে রয়েছে তেরো কাঠা এলাকা জুড়ে।
advertisement
বনগাঁ শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত চৌবেড়িয়া, দীনবন্ধু মিত্রের জন্মস্থান হিসাবে পরিচিত। এই এলাকায় নানান ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। দীনবন্ধু মিত্রের নামে রয়েছে স্কুল, রাস্তার নামকরণ হয়েছে।
advertisement
দীনবন্ধু মিত্রের চতুর্থ প্রজন্মের বংশধর সঞ্জিত মিত্র জানান, “বাড়িটি হেরিটেজ হয়েছে অনেক আগেই , এবার বাড়িটির সংস্কার করার প্রয়োজন।" সঞ্জিত বাবু মনে করেন, "একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন তাঁর সংস্কৃতি মনস্কতা দিয়ে বাড়িটিকে পূর্ণসংস্কার করাতে।”
advertisement
পাশাপাশি, মিত্র পরিবারের দাবি, সরকার দীনবন্ধু মিত্রের জন্মদিন পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিক। হেরিটেজ বাড়িটি অবিলম্বে সংস্কার না করা হলে এক সময় হারিয়ে যাবে এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন এমনটাই দাবি এলাকার স্থানীয় বাসিন্দাদেরও। ইতিহাস রক্ষায় কতটা সদর্থক ভূমিকা পালন করে জেলা প্রশাসন, এখন সেটাই দেখার।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- ধ্বংসের পথে সাহিত্যিক দীনবন্ধু মিত্রের হেরিটেজ তকমা পাওয়া বাসভবন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement