হাবরা হাসপাতালের জমিতে বসবাস, প্রশাসনের উচ্ছেদের নোটিশ ঘিরে আতঙ্কে বাসিন্দারা

Last Updated:

হাবরা হাসপাতাল চত্বরে বসবাসকারী পরিবারদের উঠে যাওয়ার নোটিস দিল প্রশাসন। শীতের মরসুমে এমন নোটিসে আতঙ্কিত স্থানীয়রা। জমি ছাড়তে নারাজ তারা।

+
উচ্ছেদের

উচ্ছেদের নোটিশ

উত্তর ২৪ পরগনা: হাবরা হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন একাধিক পরিবার। তাদের উঠে যাওয়ার নোটিস দিল প্রশাসন। আর তার জেরেই এদিন উত্তেজনা ছড়ালো এলাকায়। হাসপাতালের জায়গায় দখলদারি করে বসবাস করার কথা জানিয়ে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। শীতের মরশুমে জায়গা ছাড়ার কথা শুনে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
এর আগেও একাধিকবার তাদেরকে প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা জায়গা ছাড়তে নারাজ। এদিন হাবরা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারও সরকারি নোটিশ দেওয়া হল হাসপাতাল চত্বরে থাকা ১২ টি পরিবারকে। নোটিশ দিয়ে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে খালি করে দিতে হবে। দখল করা সরকারি জায়গা। আগে নোটিস পাওয়ার কথা স্বীকারও করেছেন বাসিন্দারা।
advertisement
advertisement
কিন্তু তারপরও জমি ছাড়তে নারাজ ওই পরিবারগুলি। দীর্ঘদিন ধরে এই এলাকায় তারা বসবাস করছেন। জমির খাজনার রশিদ, জমির পর্চা সহ সব নথি রয়েছে। তাছাড়া তাদের পৌরসভার পক্ষ থেকে জলের লাইন থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা দেওয়া হয়। তাই তারা ন্যায্য ক্ষতিপূরণ ছাড়া কোন রকম ভাবেই জায়গা ছাড়তে পারবেন না বলেও জানান।
advertisement
সামনেই শীতকাল ফলে হঠাৎ করে এভাবে উচ্ছেদ করলে পরিবার নিয়ে পথে বসতে হবে এই পরিবারগুলিকে। তাই বিষয়টি পুনরায় বিবেচনার আর্জিও জানিয়েছেন তারা। প্রশাসনের তরফ থেকে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে হাবরা হাসপাতালের সরকারি জমিতে বসবাস করা বাসিন্দারা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
হাবরা হাসপাতালের জমিতে বসবাস, প্রশাসনের উচ্ছেদের নোটিশ ঘিরে আতঙ্কে বাসিন্দারা
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement