North 24 Pargans News- জেলায় বনধ সার্থকের চেষ্টা, সক্রিয় ভূমিকা পুলিশের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
জেলায় সচল জনজীবন, বনধ সার্থকের চেষ্টা, সক্রিয় ভূমিকা পুলিশের
#উত্তর ২৪ পরগনা: পৌরসভা নির্বাচনের নামে রাজ্যজুড়ে লাগামছাড়া সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুঠ, পুলিশের নিষ্ক্রিয়তা সহ নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে গণতন্ত্র রক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টির ডাকে রাজ্য জুড়ে চলছে ১২ ঘণ্টার বনধ। ব্যারাকপুর শিল্পাঞ্চলে যানবাহনের পাশাপাশি স্বাভাবিক রয়েছে জনজীবনও। জুটমিলগুলি খোলা থাকলেও হাজিরা তুলনায় কিছুটা কম রয়েছে। বিজেপির ডাকা বাংলা বনধ ব্যর্থ করতে পথে নামতে দেখা যায় তৃণমূল সমর্থকদের। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে জগদ্দল এলাকায় মিছিল করে বন্ধের বিরোধিতা করা হয়। শ্যামনগর ২৩ নম্বর রেলগেটে বিজেপি রেল অবরোধ করে। প্রায় আধঘণ্টা অবরোধ চলার পর, তৃণমূল কর্মী-সমর্থকরা জোর করে অবরোধ তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাটপাড়া জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি।
বরানগর টবিন রোডে বিজেপি পথ অবরোধ করলে, অবরোধ তুলতে হাজির হয় পুলিশ আর সেখানেই পুলিশ ও দলীয় সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে লাঠি চালাতে বাধ্য হয়। অপরদিকে, বনগাঁর রামনগর রোডের মুখে যশোর রোডের উপরে, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ জেলা বিজেপি সভাপতি রামপদ দাসের নেতৃত্বে অবরোধ করা হয়। বেলা বাড়ার সাথে সাথে বারাসত চাঁপাডালিতে বিজেপি কর্মী সমর্থকরা বনধের সমর্থনে রাস্তায় নামলে পুলিশের সাথে বাধে ধস্তাধস্তি। বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের নেতৃত্বে এই বিক্ষোভ সংগঠিত হয়। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করলেও, ঘটনাস্থলে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ আসে। বনধ সমর্থনকারীদের সরানোর চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। হাবড়ায় বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করলে, পুলিশ আটক করে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীদের।
view commentsLocation :
First Published :
February 28, 2022 9:02 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargans News- জেলায় বনধ সার্থকের চেষ্টা, সক্রিয় ভূমিকা পুলিশের