North 24 Parganas News: টলি অভিনেত্রীর ফেক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ

Last Updated:

এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

+
বিষয়টি

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ

#উত্তর ২৪ পরগনা: টলি অভিনেত্রী পায়েল সরকারের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ৷ এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী পায়েল সরকার৷ তার ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এই ঘটনায় তোলপাড় শিল্পীমহল৷ সূত্রের খবর, বরানগর বনহুগলির বাসিন্দা টলিউড অভিনেত্রী পায়েল সরকারের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে কিছু মানুষের ফোন আসতেই বিষয়টি নজরে আসে পায়েলের। বিষয়টি খতিয়ে দেখেন তিনিও। ওই ফেক অ্যাকাউন্ট খুলে দেখতে পান তার অভিনীত ধারাবাহিক সিরিয়ালের ছবি পোস্ট করা হয়েছে। এবং বেশ সাজিয়ে গুছিয়ে সেই ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে তার আসল প্রোফাইলের মত করেই ৷ এরপরেই তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
পায়েলের অভিযোগ, অভিনয়ের ক্ষেত্রে কাজ পাইয়ে দেবার নাম করে টাকা চাওয়া হচ্ছে ওই ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে। তিনি আরও বলেন, এই বিষয়টি তার নজরে এনেছেন তার সিনেমা ফটোগ্রাফার৷ তার সেই সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে তিনি হতবাক হয়ে যান৷ পরবর্তীতে তার পরিচিত আরো একজনের কাছ থেকে এমনই অভিযোগ জেনে তিনি নিজেই ওই ভুয়ো অ্যাকাউন্টের তল্লাশি শুরু করেন৷ সেই ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে পেয়ে তিনি তাজ্জব হয়ে যান। হুবহু তার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে ওই অ্যাকাউন্টের মিল রয়েছে৷ তিনি অভিযোগ জানিয়ে বলেন, তার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে৷ এমনকি কাউকে কাউকে অশ্লীল মন্তব্যও করা হচ্ছে৷ এই  অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টলি অভিনেত্রীর ফেক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement