North 24 Parganas News- গরম পড়তেই পানীয় জলের সমস্যা, রাস্তা অবরোধ এলাকাবাসীর  

Last Updated:

এই গরমে মিলছে না পানীয় জল, এলাকাবাসীর বিক্ষোভ

+
সুন্দরবনের

সুন্দরবনের পানীয় জলের দাবিতে বিক্ষোভ

#উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে পানীয় জলের দাবিতে খালি কলসি , গাছের গুঁড়ি ফেলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক এর হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কেওড়া খালি এলাকায়। গাছের গুড়ি ফেলে ও কলসি নিয়ে অবরোধ করার কারণ হিসেবে অবরোধকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা চলছে। এই গরমে ঠিকমতো পানীয় জল পাওয়া যায় না। তৃষ্ণা মেটাতে কাউকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে, আবার কাউকে পয়সা দিয়ে জল কিনে খেতে হয়। দীর্ঘদিন ধরেই পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার কয়েক হাজার গ্রামবাসী। উপায় না দেখে পানীয় জলের দাবিতে এদিন সকালে মামুদপুর কাটাখালি হিঙ্গলগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ অবরোধে সামিল হয়েছেন।
হাসনাবাদ থেকে লেবুখালি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে মহিলারা জলের ফাঁকা কলসি, গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন, কিছু সময় যেতে না যেতেই কয়েকশ গ্রামবাসীর জলের কলসি অবরোধের হাতিয়ার হয়ে ওঠে। ঘটনাস্থলে ছুটে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
"গরমকাল পড়লেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় পানীয় জলের সমস্যা। বার বার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা অবরোধে নেমেছি", এমনটাই জানালেন অবরোধকারীরা। গ্রামবাসীদের অভিযোগ জানতে পেরে হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল বলেন, "ইতিমধ্যে আমরা বিনা পয়সায় বেশ কয়েকটি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিচ্ছি। এলাকায় সেই মাটির ভূগর্ভে জলের সমস্যা রয়েছে। সেখানে মাটির লেয়ার পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা বিশেষজ্ঞ প্রতিনিধিদল সার্ভে করে গেছে । দ্রুত যাতে পানীয় জলের সমস্যা মেটে, আমরা সেই চেষ্টা করছি।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- গরম পড়তেই পানীয় জলের সমস্যা, রাস্তা অবরোধ এলাকাবাসীর  
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement