North 24 Parganas News: রাজ্যের মুকুটের নয়া পালক, কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তালিকায় দুই হাসপাতাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা মহামারিকালে যেভাবে সীমান্ত থেকে সুন্দরবনের ১০ টি ব্লকের প্রায় ৩০ লক্ষ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়েছেন চিকিৎসকরা, তারই ফল স্বরূপ পুরস্কৃত বসিরহাট জেলা হাসপাতাল।
বসিরহাট: কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তালিকায় রাজ্যের মুকুটের নয়া পালক। রাজ্যে প্রথম টাকি গ্রামীণ হাসপাতাল, দ্বিতীয় বসিরহাট স্বাস্থ্য জেলা। যখন স্বাস্থ্য দফতর নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে তখন কেন্দ্রের রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন তালিকা প্রকাশ করে রাজ্যকে জানিয়ে দিল রাজ্যের মধ্যে প্রসূতি বিভাগে প্রথম গ্রামীণ হাসপাতালের স্বীকৃতি পেল টাকি গ্রামীণ হাসপাতাল।
রাজ্যের জেলাার মধ্যে দ্বিতীয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল। ২০১৮ সালে প্রথম স্বীকৃতি পায় কেন্দ্রের ঘোষিত তালিকায় রাজ্যের ন্যাশনাল মেডিকেল কলেজ। তারপর করোনা মহামারীকালে যেভাবে সীমান্ত থেকে সুন্দরবনের ১০ টি ব্লকের প্রায় ৩০ লক্ষ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়েছেন চিকিৎসকরা, তারই ফল স্বরুপ পুরস্কৃত বসিরহাট জেলা হাসপাতাল।
আরও পড়ুন - Childhood Nostalgia|| ফিরে পাওয়া নস্ট্যালজিয়া, হারানো দিনের বোম্বাই মিঠাইয়ের দেখা মিলল বসিরহাটে
advertisement
advertisement
বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস বলেন, যেভাবে করোনা মহামারী কালে চিকিৎসকরা মানুষের পরিষেবা দিয়ে গেছে পাশাপাশি প্রসূতি বিভাগে ৯০ শতাংশ সঠিক কাজ করে কেন্দ্রের তালিকায় পাশ করেছে। পাশাপাশি শল্য চিকিৎসা ৮৭ শতাংশ কাজ করেছে বসিরহাট স্বাস্থ্য জেলা একইভাবে টাকি গ্রামীণ হাসপাতাল প্রসূতি বিভাগে ৯০ শতাংশ কাজ করেছে।
advertisement
আরও পড়ুন - North 24 Parganas News: মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধ, বাড়ি থেকে বেরিয়ে মাথায় গুলি চালিয়ে দিলেন!
এরফলে মা ও শিশুর মৃত্যুর হার কমেছে, বিশেষ রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে স্বীকৃতি দিয়েছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে চিকিৎসকরা দিনরাত কাজ করে যাচ্ছেন গ্রামগঞ্জে শহরে তারই ফল আজকে এই স্বীকৃতি। সব মিলিয়ে বসিরহাট জেলা হাসপাতালে নয়া মুকুট সংযোজন হওয়ায় খুশি চিকিৎসা মহল থেকে সাধারণ মানুষ।
advertisement
Julfikar Molla
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 5:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজ্যের মুকুটের নয়া পালক, কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তালিকায় দুই হাসপাতাল






