হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফিরে পাওয়া নস্ট্যালজিয়া, হারানো দিনের বোম্বাই মিঠাইয়ের দেখা মিলল বসিরহাটে

Childhood Nostalgia|| ফিরে পাওয়া নস্ট্যালজিয়া, হারানো দিনের বোম্বাই মিঠাইয়ের দেখা মিলল বসিরহাটে

X
বসিরহাটের [object Object]

Childhood Nostalgia: কাঁধে বাঁশের  মাথায় পেপারের মোড়কের ঢাকা ক্যান্ডি নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে হেঁটে যাওয়া বোম্বাই মিঠাইয়ালার খোঁজ মিলল বসিরহাটে ...

  • Share this:

বসিরহাট: পয়সা শব্দটা এখন শুধু অঙ্কের বইয়ে। আমাদের জীবন থেকে হারিয়েছে ছোটবেলার পয়সা। ভান্ডারে গচ্ছিত থাকত ৫, ১০, ২৫, ৫০ পয়সার কয়েন। তবে সেই পয়সার ভাণ্ডার হারালেও আমাদের স্মৃতির ভাণ্ডারে জমে থাকে অনেক ছোটবেলার গল্প। আর সেই স্মৃতিচারণ করেই কাটে জীবন।

মনে পড়ে সেই লোকটাকে? একসময় গ্রাম গঞ্জে এঁরা কাঁধে বাঁশের মাথায় পেপারের মোড়কের ঢাকা ক্যান্ডি নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে হেঁটে যেতেন। ছোট ছোট শিশুরা ভাণ্ডার থেকে দু-একটা পয়সা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেত বোম্বাই মিঠায়ের স্বাদ নিতে।

আরও পড়ুনঃ দুয়ারে দুয়ারে মিলছে সস্তায় টাটকা মাছ! চালু হল সরকারি পরিষেবা,কী কী মাছ পাবেন?

সাদার উপর লাল সবুজ, হলুদ ডোরাকাটা মিষ্টির মণ্ড থেকে টেনে এক নিমেশে কুশলী হাতের টানে তৈরি হত হার, ঘড়ি, সাইকেল, ফুল আরও কত কী! কিন্তু সেসব তো পুরাতন! এখন তেমন দেখা মেলে না। তবুও গ্রাম বাংলার সেই প্রাচীন ছবি, হারানো দিনের বোম্বাই মিঠাই ধরা দিল বসিরহাটে। যেখানে বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীরা মিষ্টিগুলি কী তা অবাক চোখে দেখছিল। বড়রা অবশ্য ফিরে পাচ্ছিল ছোটবেলা।

এই অঞ্চলে বোম্বাই মিঠাই নিয়ে ঘুরছেন বছর ৭০-এর এক বৃদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, তিনি বিহার থেকে এসে বসিরহাটের বিভিন্ন জায়গায় কাঁধে লাঠির মাথায় জড়ানো চিনির মণ্ড ও একহাতে ঘন্টা বাজাতে বাজাতে এলাকায় ঘুরে বিক্রি করছেন বোম্বাই মিঠাই।

জুলফিকার মোল্যা

Published by:Shubhagata Dey
First published:

Tags: Basirhat