North 24 Parganas News: পিছিয়ে নেই এই জেলাও, বড় শহরদের টক্কর দিয়ে নিলাম হল ফুটবলারদের

Last Updated:

আইপিএলের আদলে তৈরি হয়েছে GBC কাপ ২০২৩ অর্থাৎ ঘোড়ারাস বান্ধব ক্লাব কাপ ২০২৩। সম্পূর্ণভাবে আইপিএলের আদলে গড়ে উঠেছে। কোনও বড় মহানগর বা কোনও বড় পৌরশহরে নয়, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের ঘোড়ারাসে খেলার নিলাম বসলো।

+
খেলার

খেলার নিলাম বসল

বসিরহাট: আইপিএলেরআদলে এলাকার ফুটবলারদের নিলাম বসিরহাটে। ঠিক যেন আইপিএল এর নিলাম অনুষ্ঠান! কুপন বক্স থেকে খেলোয়ারদের নাম তুলে বিট দেওয়া হচ্ছে, একইভাবে টেবিলে বসা বিভিন্ন দলের মালিকদের খেলোয়াড়কে ব্যাট উচিয়ে নিজেদের দলে টানার তীব্র প্রতিযোগিতা।
আইপিএলের আদলে তৈরি হয়েছে GBC কাপ ২০২৩ অর্থাৎ ঘোড়ারাস বান্ধব ক্লাব কাপ ২০২৩। সম্পূর্ণভাবে আইপিএলের আদলে গড়ে উঠেছে। কোনও বড় মহানগর বা কোনও বড় পৌরশহরে নয়, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের ঘোড়ারাসে খেলার নিলাম বসলো।
advertisement
advertisement
আইপিএলের আদলে ফুটবল খেলার জন্য খেলোয়াড়দের কেনার নিলাম অনুষ্ঠানে এলাকার আটটি ফ্রাঞ্চাইজিও ও প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গোলটেবিল প্রস্তুত। ক্লাব কর্তৃপক্ষের একজন একটি বক্স থেকে খেলোয়াড় লিস্টের কুপন থেকে কুপন বার করে খেলোয়াড়ের নামে বিট দিচ্ছেন।
advertisement
গোল টেবিলে বসে আটটি ফ্রাঞ্চাইজির মধ্যে চলছে খেলোয়াড় কেনার তীব্র প্রতিযোগিতা। নিলামের জন্য প্রত্যেক দলকে ৩০০০ টাকা করে বরাদ্ধ রাখা হয়। নিলামে প্রতিটি দলকে নিতে হয় মোট ১২ জন খেলোয়াড়কে। এবং অন্তর্ভুক্ত প্রতিটি খেলওয়াড়ের বেস প্রাইস ৫০ টাকা থেকে শুরু।
উল্লেখ্য, আটটি দলের সমন্বয়ে শুরু হবে এসএমপিএল-২০২২ এর এবারের আসর। এই আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক দল তাদের গ্রুপের সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি করে দল সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।
advertisement
Julfikar Molla
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পিছিয়ে নেই এই জেলাও, বড় শহরদের টক্কর দিয়ে নিলাম হল ফুটবলারদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement