Chandrayaan-3: গাছের পাতায় চন্দ্রযান! ভাইরাল শিল্পীর শিল্প
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
ভারতের মিশন সফল হওয়ার খুশিতে এবার গাছের পাতার উপর চাঁদের মাটিতে পা রাখা ল্যান্ডার বিক্রমের ছবি ফুটিয়ে তুললেন শিল্পী। ইতিমধ্যেই শিল্পীর এই সৃষ্টির ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমেও। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা টুনি ঘাটা এলাকার শিক্ষক শংকর বাগচী পাতার উপর চন্দ্রযানের ছবি ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন।
উত্তর ২৪ পরগনা: চাঁদের মাটিতে পা ভারতের, চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের মাটিতে নেমেছে ল্যান্ডার বিক্রম। ভারতের মিশন সফল হওয়ার খুশিতে এবার গাছের পাতার উপর চাঁদের মাটিতে পা রাখা ল্যান্ডার বিক্রমের ছবি ফুটিয়ে তুললেন শিল্পী। ইতিমধ্যেই শিল্পীর এই সৃষ্টির ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমেও। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা টুনি ঘাটা এলাকার শিক্ষক শংকর বাগচী পাতার উপর চন্দ্রযানের ছবি ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন।

পেশাগত কারণে বীরভূমের বাজিত পুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হওয়ায় কর্মসূত্রে বাইরেই থাকতে হয়। ২০০৫ সাল থেকে শিক্ষকতার পেশায় নিযুক্ত শংকর বাবু। শিল্পমনস্ক এই শিক্ষকের নানা হাতের কাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়েও শিক্ষক শংকর বাগচীর নানা উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে মানুষের।
advertisement
advertisement
তাঁর হাতের ছোঁয়ায় পাতার উপরে ফুটে উঠেছে নানা মনীষী, খেলয়াড় পরিবেশ দূষণ রোধ, জল অপচয় বন্ধ-সহ নানা সামাজিক বার্তাও ছবি। তবে শিক্ষক শংকর বাগচীর হাতের তৈরি লিফ কার্ভিং-এ চন্দ্রযান লেন্ডার বিক্রমের যে ছবি তিনি ফুটিয়ে তুলেছেন, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে।
advertisement
তিনি তাঁর শিল্পকলার মধ্যে লিফ কার্ভিং এর এই কাজ শুরু করেছিলেন করোনা মহামারির সময় থেকে। ধীরে ধীরে ধৈর্য ধরে চলে পাতা কাটার কাজ। অসীম ধৈর্যের সঙ্গে নিখুঁতভাবে পাতার উপর এই ধরনের প্রতিকৃতি তৈরি করার জন্য তাঁকে দীর্ঘ সময় দিতে হয় এই শিল্পকলার জন্য। বিক্রমের ছবি পাকুর পাতার উপর তৈরি করতে এই শিল্পীর সময় লেগেছে প্রায় তিন ঘন্টা। দেশের সাফল্যের এই দিনটি স্মরণীয় করে রাখতে ও ইসরোর বিজ্ঞানীদের বিশেষ সম্মান জানাতেই শিল্পীর এই সৃষ্টি বলে জানালেন শংকর বাগচী।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 5:54 PM IST