North 24 Parganas News: ক্লাসের পাশে হিস-হিস শব্দ! সামনে যেতেই বেরিয়ে এল ৮ ফুট লম্বা পদ্ম গোখরো, চরম আতঙ্ক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রাথমিক স্কুলে বাসা বেঁধেছিল বিষধর পদ্ম গোখরা, আতঙ্ক এলাকায়।
#উত্তর ২৪ পরগনা: কয়েক দিন ধরেই সাপের উপদ্রবে আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় রয়েছে একটি প্রাথমিক স্কুল। আর সেখানেই পড়াশোনা করতে আসতে হয় কচিকাঁচাদের। স্কুলের গেটের সামনেই স্কুল চলাকালীন সময়ে বিষাক্ত সাপের দেখা মিলতেই একপ্রকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়াদের জীবন বাঁচাতে এগিয়ে এলেন ব্যক্তি। এমনই ঘটনার সাক্ষী থাকলো হাবরা টুনিঘাটা এলাকার স্থানীয় বাসিন্দারা।
হাবরা থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকায় রয়েছে টুনিঘাটা আদর্শ বিদ্যাপীঠ স্কুল। প্রতিদিনের মতো এদিনও কচিকাঁচারা এসেছিলেন স্কুলে। চলছিল ক্লাস। এলাকায় বেশ কয়েক দিন ধরেই সাপের উপদ্রব বেড়েছে বলে জানান স্থানীয়রা। গত রাতে ফণাতোলা বিষধর এক সাপকে স্কুল চত্বরে ঢুকতে দেখেন এলাকারই এক মহিলা। এরপর থেকেই বিপদের আশঙ্কায় নতুন করে আতঙ্ক তৈরি হয়।
advertisement
আরও পড়ুন: শনিবার হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
এদিন দুপুরে স্কুল চলাকালীন আবারও দেখা যায় বিষধর ওই সাপটিকে। স্কুল চত্বরে বিষধর সাপের দেখা মেলায় তৈরি হয় চরম উত্তেজনা। যে কোনও মুহূর্তে স্কুল ছাত্রদের আক্রমণ করতে পারে সেই ভয়ে এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি করলেও কেউ ভয়ে এগিয়ে আসার সাহস দেখাননি। অবশেষে শিশুদের প্রাণ বাঁচাতে ভিড়ের মধ্যে থেকেই এগিয়ে আসেন অমল বিশ্বাস। দেখেন স্কুল গেটের পাশেই নালার মধ্যে থেকে মুখ বার করছে বিষধর সাপ। কী করবেন ভেবে না পেয়ে প্রাণের ঝুঁকি নিয়েই তড়িঘড়ি ইট দিয়ে নালার মুখ আটকে রাখেন।
advertisement
advertisement
এরপরই এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় বন দফতরে। স্কুলের কচিকাঁচাদের ক্লাসে একপ্রকার বন্দি করে রাখা হয় বিপদ এড়াতে। এরপরই আসেন বন দফতরের আধিকারিকরা। দীর্ঘ প্রচেষ্টার পর, উদ্ধার হয় প্রায় আট ফুট লম্বা বিষধর পদ্ম গোখরো সাপ। সব উদ্ধার হলেও এখনও কাটেনি আতঙ্ক। এলাকায় আরো এ ধরনের বিষধর সাপ থাকতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। ফলে অবিলম্বে স্কুল চত্বর পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। স্কুল শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, অমল বিশ্বাসের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকা বাসীরা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
December 02, 2022 10:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ক্লাসের পাশে হিস-হিস শব্দ! সামনে যেতেই বেরিয়ে এল ৮ ফুট লম্বা পদ্ম গোখরো, চরম আতঙ্ক