North 24 Parganas News: অপরাধ করে বাংলাদেশে পালিয়ে যাওয়া কমাতে সীমান্তে নতুন ফাঁড়ি

Last Updated:

এদেশে অপরাধ করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে অপরাধীরা। ফলে সীমান্তবর্তী এলাকায় ক্রমশাই অপরাধ বাড়ছে। তা নিয়ন্ত্রণে আনতে চালু হল নতুন পুলিশ ফাঁড়ি

উত্তর ২৪ পরগনা: পাচার, অসামাজিক কাজ ঠেকাতে পুলিশ ফাঁড়ি পেল সীমান্তের বাসিন্দারা। অপরাধ করে অপরাধীরা যাতে সহজে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে তার জন্য সীমান্তে তৈরি হল নতুন পুলিশ ক্যাম্প।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তে ক্যাওটসায় নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হল। দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ফাঁড়ি হোক। মসলন্দপুর ও তেঁতুলিয়া রোডে গত কয়েক মাসে ছিনতাই, রাহাজানি, সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছিল। যার কারণে গ্রামবাসীদের পক্ষ থেকে বারবার প্রশাসনের কাছে একটি পুলিশ ফাঁড়ি করার দাবি তোলা হয়।
advertisement
advertisement
অপরাধীরা অপরাধ করে এদেশ থেকে সহজেই বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। তা ঠেকাতেই এই নতুন পুলিশ ফাঁড়ি চালু হল। এখানকার চন্ডিপুর, যশাইকাটি, আটঘরা, রামচন্দ্রপুর এই চারটি অঞ্চলে ২৫ থেকে ৩০ হাজার মানুষ বিভিন্ন সমস্যায় এবার এই পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হতে পারবেন। এই পুলিশ ফাঁড়ির চালু হ‌ওয়ায় পড়ুয়া থেকে শুরু করে এলাকার মানুষ সকলেই খুশি।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অপরাধ করে বাংলাদেশে পালিয়ে যাওয়া কমাতে সীমান্তে নতুন ফাঁড়ি
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement