North 24 Parganas: বাড়ছে সুড়ঙ্গ রহস্য, অতীতে কী কাজে ব্যবহৃত হত!

Last Updated:

বারাসাতে সন্ধান মিলেছে ভূগর্ভস্থ এক সুড়ঙ্গের। আর এই সুড়ঙ্গ ঘিরেই এখন উঠছে নানা প্রশ্ন। সুড়ঙ্গটি বেশ প্রাচীন বলেই ধারণা এলাকার স্থানীয় বাসিন্দাদের।

+
ভূগর্ভস্থ

ভূগর্ভস্থ সুড়ঙ্গ

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: বারাসাতে সন্ধান মিলেছে ভূগর্ভস্থ এক সুড়ঙ্গের। আর এই সুড়ঙ্গ ঘিরেই এখন উঠছে নানা প্রশ্ন। সুড়ঙ্গটি বেশ প্রাচীন বলেই ধারণা এলাকার স্থানীয় বাসিন্দাদের। কি আছে এই সুড়ঙ্গের ভিতরে? ভূগর্ভস্থ এই সুরঙ্গ কতদূরবিস্তৃত? অতীতে কীকাজে ব্যবহার হতো এই সুরঙ্গ? এই ধরণেরই নানা প্রশ্ন নিয়ে জল্পনা চলছে বারাসাত জুড়ে।প্রাচীন স্থাপত্যের নানা নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাত সহ জেলার বিভিন্ন প্রান্তে। অতীতে এই বারাসত কোর্টেই একসময় কর্মরত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লর্ড ওয়ারেন্ট হেস্টিংস এর বাড়িও রয়েছে বারাসাত কাছারি মাঠ সংলগ্ন এলাকায়। ইতিহাসের নানা নিদর্শন থাকলেও বর্তমানে বারাসাত জুড়ে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে সুড়ঙ্গ রহস্য। বারাসত কে কে মিত্র রোডে বারাসাত কোটের একটি বিল্ডিং দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বারাসাত কোর্টের তত্ত্বাবধানেই রয়েছে ওই বিল্ডিং।বেশ কয়েক দিন আগে স্বাস্থ্য দফতরেরতরফে বাড়িটি ভাঙতে আসা হয়। ভেঙে ফেলা হয় বাড়ির বেশ কিছুটা অংশ। এরপরই আদালতের হস্তক্ষেপে বেআইনি ভাবে ওই বাড়ি ভাঙার অভিযোগে কাজস্থগিত রাখা হয়। ঘটনার সূত্রপাত এরপরই, বাড়ির ভাঙ্গা অংশ দিয়ে স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন ভূগর্ভে রয়েছে সুড়ঙ্গ পথ। বিষয়টি জানানো হয় প্রশাসনকেও। এরপর থেকেই এই জরাজীর্ণ বাড়িটির ভেতরে সুড়ঙ্গ পথ ঘিরে কৌতুহল দেখা দিয়েছে সকলের মধ্যে। বহু মানুষ ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সুড়ঙ্গ দেখার আগ্রহ নিয়ে। তবে, প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন অপেক্ষা সময়ের, সরকারের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার পরইজানা যাবে এই সুড়ঙ্গের আসল রহস্য কী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বাড়ছে সুড়ঙ্গ রহস্য, অতীতে কী কাজে ব্যবহৃত হত!
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement