North 24 Parganas: সূর্য ডোবার আগেই বন্ধ করতে হয় আবাসনের জানলা-দরজা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সন্ধ্যে হলেই ভোঁ ভোঁ আওয়াজ। দরজা-জানালা কিছু খোলার উপায় নেই। সারা শরীরে হুল ফুটিয়ে দিচ্ছে । তাই সূর্য্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দিতে হয় নিউটাউন বিসি ব্লকের বাসিন্দাদের।
উত্তর ২৪ পরগনা: সন্ধ্যে হলেই ভোঁ ভোঁ আওয়াজ। দরজা-জানালা কিছু খোলার উপায় নেই। সারা শরীরে হুল ফুটিয়ে দিচ্ছে । তাই সূর্য্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দিতে হয় নিউটাউন বিসি ব্লকের বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কেন, জানলে চমকে উঠবেন৷ যাদের উৎপাতেপ্রাণ ওষ্ঠাগত নিউটাউনবাসী৷ তারা হল প্রাণঘাতী মশা৷ দিনে দুপুরে যখন তখন হুল ফুটিয়ে দিচ্ছে শহরবাসীকে। এমনই অভিযোগ ডিএ ব্লকের নার্সারী বাগান এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।মশার উৎপাতকে সঙ্গী করেই চলছে জনজীবন। এই নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়েছেনিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএর অফিসে। তারপরইমশা মারতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।কয়েকটি টিম তৈরি করে ফিল্ড ভিজিটে বেরোচ্ছেন এনকেডিএ কর্মীরা। এনকেডিএ সূত্রে খবর, এই মূহুর্তে নিউটাউনে ৩০টি ব্লকে মোট ৫০ টি আবাসন সমিতি আছে। সবমিলিয়ে ওই আবাসনগুলিতে এক লক্ষের কাছাকাছি মানুষ বাস করেন। ওই সমস্ত আবাসন গুলিতে নিয়মিত নজরদারি চালাচ্ছে এনকেডি এর ১০টি টিম। একজন করে সিনিয়র অফিসারের নজরদারিতে দুজন করে ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য এবং দুজন করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য রয়েছেন। তাঁরা সি ক্যানাল, বাগজোলা ক্যানাল, কেস্টপুর ক্যানাল ছাড়াও প্রতিটি হাউজিং গুলিতে নিয়মিত পরিদর্শন করছেন। এলাকার জমা জল পরীক্ষা করে দেখা হচ্ছেতাতে মশার লার্ভা আছে কিনা। থাকলে কীটনাশক স্প্রে করা বা ফগিং করা হচ্ছে বলে দাবি এনকেডিএ কর্তাদের। তারপরও মশার উৎপাত থেকে রেহাই মিলছে না ডিএ ব্লকের আবাসিকদের৷ এমনই অভিযোগ তাঁদের৷
Location :
First Published :
April 27, 2022 12:56 PM IST