North 24 Parganas News- অশোকনগরের সেনডাঙ্গায় মিলল খনিজ তেলের সন্ধান

Last Updated:

অশোকনগরের বাইগাছির পর, সেনডাঙ্গায় মিলল খনিজ তেলের সন্ধান, কর্মসংস্থানের দিশা দেখছে স্থানীয় বাসিন্দারা

+
News

News 18 লোকাল

#উত্তর ২৪ পরগনা: অশোকনগরের বাইগাছির পর, সেনডাঙ্গায় মিলল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। ওএনজিসি-র তরফে অশোকনগরের বুকে ফের তৈরি হচ্ছে দ্বিতীয় আরও একটি প্লান্ট। সূত্র মারফত জানা গেছে, সেনডাঙ্গার দৌলতপুর এলাকায় ১৫ বিঘা জমির উপর চলছে সেই কাজ। ফের আবারও তেলের সন্ধান মেলায় কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন অশোকনগরের বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই অশোকনগর পৌর এলাকার বাইগাছি অঞ্চলে ওএনজিসি-র পক্ষ থেকে তৈরি করা হয়েছে প্লান্ট। যেখান থেকে তেল ও গ্যাসের সন্ধান মিলেছিল। পরবর্তীতে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় এই প্লান্টটি। উদ্বোধনের পর থেকেই চলছে তেল উত্তোলনের কাজ।
বাইগাছিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলতেই এই এলাকার পাশ্ববর্তী আরও বেশ কিছু এলাকায় তেল মিলতে পারে, এমনটা ধরে নিয়ে ফের তেলের সন্ধান পেতে কর্মযজ্ঞ শুরু করে ওএনজিসি। শুরু হয় বিভিন্ন এলাকায় তেলের অনুসন্ধান। ডিনামাইট ফাটিয়ে তেল ও গ্যাসের সন্ধানের প্রচেষ্টা চালায় ওএনজিসি কর্তৃপক্ষ। অনুসন্ধানে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সেনডাঙ্গা ও দৌলতপুর এলাকায় মেলে তেলের সন্ধান। প্রায় ১৫ বিঘা জমির উপর শুরু হয়ে গিয়েছে নতুন প্রজেক্টের কাজ। কিছুদিন বাদেই শুরু হবে মাটির নীচ থেকে তেল ও গ্যাস উত্তোলন প্রক্রিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চাষিদের কাছ থেকে ৩ বছরের জমির কন্ট্রাক্ট নিয়ে নতুন প্লান্টের কাজ শুরু করে দিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। আর এই সুখবরে কর্ম সংস্থানের আশা দেখতে শুরু করেছেন স্থানীয় মানুষেরা। আগামীদিনে দেশের তৈলমানচিত্রে যে অশোকনগরের নাম জ্বলজ্বল করবে, তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- অশোকনগরের সেনডাঙ্গায় মিলল খনিজ তেলের সন্ধান
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement