Mid day meal news: একাধিক দাবি, অভিযোগ! নিজেদের কথা জানাতে পথে নামলেন মিড ডে মিল কর্মীরা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Mid day meal news: ছাত্র-ছাত্রীদের খাবারের মান উন্নয়ন, রান্নার সঙ্গে যুক্ত মিড ডে মিল কর্মীদের খাবারের ব্যবস্থা-সহ একাধিক দাবিতে স্বরূপনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।
বসিরহাট: মিড ডে মিলের বরাদ্দ কমেছে। প্রতিলিপি পুড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ। বিডিও-কে স্মারকলিপি সারা বাংলা মিড ডে মিল শ্রমিক ইউনিয়নের।
কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে মিড ডে মিল কর্মীদের স্বরূপনগর এলাকায় ব্যানার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর ব্লকে সারা বাংলা মিড ডে মিল শ্রমিক ইউনিয়নের কয়েকশো কর্মী মিড ডে মিলের বরাদ্দ কমানোর পাশাপাশি একাধিক দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
আরও পড়ুন: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য
প্রতি মাসের প্রথম সপ্তাহে তাঁদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া-সহ স্কুলের মিড ডে মিলের রান্নার ঘর ঝাঁ চকচকে করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খাবারের মান উন্নয়ন, রান্নার সঙ্গে যুক্ত মিড ডে মিল কর্মীদের খাবারের ব্যবস্থা-সহ একাধিক দাবিতে স্বরূপনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তারপর বিডিও কৃষ্ণ গোপাল ধারার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 2:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Mid day meal news: একাধিক দাবি, অভিযোগ! নিজেদের কথা জানাতে পথে নামলেন মিড ডে মিল কর্মীরা