Panchayat Election 2023: অশান্তি উপেক্ষা করে মিনাখাঁয় ভোটারদের লম্বা লাইন
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সন্ত্রাসদীর্ন মিনাখাঁয় অশান্তি উপেক্ষা করে বুথমুখী ভোটাররা। গণতন্ত্রকে জেতাতে বদ্ধপরিকর গ্রাম বাংলার মানুষ
উত্তর ২৪ পরগনা: সকাল থেকেই অগ্নিগর্ভ গোটা উত্তর ২৪ পরগনা জেলা। বনগাঁ থেকে বারাসত রাজনৈতিক সংঘর্ষ, ব্যালাট লুট, হাঙ্গামার একের পর এক খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে এই জেলায়। তা সত্ত্বেও শনিবার সকাল থেকে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেল জেলার বিভিন্ন প্রান্তে।
এবারের পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে যে মিনাখাঁ বারবার রাজনৈতিক সংঘর্ষের কারণে শিরোনামে উঠে এসেছে শনিবার সকালে সেখানেই বুথে বুথে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। সাধারণ মানুষ কার্যত দুষ্কৃতীদের সন্ত্রাস, হুমকি উপেক্ষা করেই গণতন্ত্রের উৎসবে শামিল হল। তবে ভোটারদের এই উৎসাহ দেখে দুষ্কৃতীদের তৎপরতা যে থমকে গিয়েছে তা নয়। বরং উত্তর ২৪ পরগনার বহু জায়গায় শনিবার সকালেই ভোটারদের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা পিছু হঠতে বাধ্য হয়। এক্ষেত্রে কোনও রাজনৈতিক রং না দেখেই সব দলের সমর্থকদের একজোট হয়ে নিজেদের বুথ রক্ষা করতে দেখা যায়।
advertisement
advertisement
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গোটা বসিরহাট মহাকুমার বিভিন্ন বুথে সকাল থেকে পুরুষদের অপেক্ষা মহিলা ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। শারীরিক অসুস্থতার কারণে বহু ভোটার কষ্ট করে হলেও সকাল-সকাল বুথে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যান। সব মিলিয়ে উত্তেজনার মধ্যেই চলছে গণতন্ত্রের উৎসব।
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2023 12:51 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: অশান্তি উপেক্ষা করে মিনাখাঁয় ভোটারদের লম্বা লাইন









