North 24 Parganas News: সাবওয়ে নির্মাণের দাবি নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাস্তা অবরোধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা

Last Updated:

উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা কেউটিয়া কাশিবাটি অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি, এই বিপজ্জনক রাস্তায় তৈরি করা হোক সাবওয়ে

অবরুদ্ধ কল্যাণী এক্সপ্রেসওয়ে
অবরুদ্ধ কল্যাণী এক্সপ্রেসওয়ে
#উত্তর ২৪ পরগনা: ব্যস্ততম রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিনিয়ত ছুটে চলেছে দ্রুতগতির যানবাহন। যানবাহনের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ আধিকারিকদের (North 24 Parganas News)।উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা কেউটিয়া কাশিবাটি অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি, এই বিপজ্জনক রাস্তায় তৈরি করা হোক সাবওয়ে। আর সেই দাবিতেই শুক্রবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় দু'ঘণ্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে।
কেউটিয়া কাশিবাটি অঞ্চলের বাসিন্দাদের, মূলত এই রাস্তা ব্যবহার করেই যেতে হয় স্কুল, কলেজ ও হাসপাতাল সহ কর্মসংস্থানের জায়গায়(North 24 Parganas News)। অতীতে দ্রুতগামী এই রাস্তা পারাপার করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে বহু মানুষকে। বর্তমানেও, প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তা পারাপারের জন্য মানুষের সুবিধার্থে সাবওয়ের দাবি জানানো হয়েছে সরকারি দফতরে। কিন্তু এখনো কোন সুফল পাননি এলাকার বাসিন্দারা। অবিলম্বে সাবওয়ে নির্মাণের দাবিতে এদিন এলাকাবাসীরা অবরোধে শামিল হন(North 24 Parganas News)। এদিন রাস্তার ওপর আগুন জ্বালানো হয়, লোহার ব্যারিকেড ফেলে স্তব্ধ করে দেওয়া হয় যান চলাচল। উত্তেজনা তৈরি হলে, ঘটনাস্থলে আসে পুলিশ।
advertisement
অবশেষে, জগদ্দল থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও, অবরোধ উঠতেই শুরু হয় যান চলাচল। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন৷
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সাবওয়ে নির্মাণের দাবি নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাস্তা অবরোধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement