North 24 Parganas News: বর্ষার আগেই তৈরি হবে কংক্রিটের নদী বাঁধ, পরিদর্শন শেষে বিধায়ক দলের আশ্বাস
- Published by:kaustav bhowmick
Last Updated:
রায়মঙ্গল নদীতে ২৮০ ফুঁট কংক্রিটের বাঁধ তৈরির জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে। এখানে নদীর পাড়ে ১০ টি পরিবার বসবাস করে। তাদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে বলে বিধায়ক জানান।
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনের দুর্বল নদী বাঁধ পরিদর্শন করলেন সেচ দফতরের আধিকারিক ও বিধায়ক প্রতিনিধিরা। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-১, সন্দেশখালি-২, হাড়োয়া, মিনাখাঁ, হাসনাবাদ এই ৬ টি ব্লকে কংক্রিটের বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে সেই কাজ থমকে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত বাঁধের কাজ নিয়ে আপত্তি জানায় বলে সূত্র মারফত খবর। এদিকে সামনেই বর্ষাকাল আসছে। ইতিমধ্যেই সুন্দরবনের রায়মঙ্গল, বেতনি, ইছামতি, ছোট কলাগাছি নদীর একাধিক জায়গায় বাঁধ দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় নদী বাঁধে ফাটল ধরেছে। ফলে আতঙ্কে ভুগতে শুরু করেছেন এলাকার মানুষ। এই পরিস্থিতিতে কেন বাঁধ নির্মাণের কাজ থমকে গেল তা খতিয়ে দেখতে এই প্রতিনিধি দল এলাকায় আসে।
হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, যোগেশগঞ্জ পঞ্চায়েতের পাটগোরা গ্রামে রায়মঙ্গল নদীতে ২৮০ ফুঁট কংক্রিটের বাঁধ তৈরির জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে। এখানে নদীর পাড়ে ১০ টি পরিবার বসবাস করে। তাদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে বলে বিধায়ক জানান। পাকা বাঁধের কাজ বর্ষার আগেই শুরু হয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
advertisement
advertisement
প্রতিনিধি দলের এই সফরের পর সুন্দরবন এলাকায় যে সব দুর্বল নদী বাঁধ আছে সেগুলো যাতে দ্রুত সংস্কার করা হয় তার জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮০ ফুট রায়মঙ্গল নদীর বাঁধ পাকা হলে বিশেষ করে দক্ষিণ পাট ঘরা, যোগেশগঞ্জ সরদারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের ঘরবাড়ি, চাষের জমি নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 12:23 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বর্ষার আগেই তৈরি হবে কংক্রিটের নদী বাঁধ, পরিদর্শন শেষে বিধায়ক দলের আশ্বাস