Kolkata-Jamshedpur Flight: মাত্র এক ঘণ্টায় কলকাতায় থেকে জামশেদপুর, এবার নিতে পারেন বিমানযাত্রার আনন্দ
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
কলকাতা বিমানবন্দরে সংস্থার একটি টিকিট বুকিং ও যাত্রী পরিষেবা সংক্রান্ত কাউন্টারের উদ্বোধন করেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টাভি। যদিও এই নিয়ে পাঁচবার কলকাতার সঙ্গে ঝাড়খন্ডকে আকাশপথে জোড়ার চেষ্টা হল বলেই জানা গিয়েছে।
কলকাতা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও নতুন করে বিমান চলাচল শুরু হয়েছে কলকাতা ও জামশেদপুরের মধ্যে। স্বল্প আসন বিশিষ্ট ছোট ইঞ্জিনের বিমান চালানো শুরু করল ইন্ডিয়াওয়ান এয়ার নামে একটি বেসরকারি বিমান সংস্থা। কলকাতা বিমানবন্দরে সংস্থার একটি টিকিট বুকিং ও যাত্রী পরিষেবা সংক্রান্ত কাউন্টারের উদ্বোধন করেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টাভি। যদিও এই নিয়ে পাঁচবার কলকাতার সঙ্গে ঝাড়খণ্ডকে আকাশপথে জোড়ার চেষ্টা হল বলেই জানা গিয়েছে।
উদ্বোধনের প্রথম দিন সকাল সাড়ে সাতটা নাগাদ ভূবনেশ্বর থেকে মাত্র নয় জন যাত্রী নিয়ে জামশেদপুরের সোনারি বিমানবন্দরে পৌঁছায় ইন্ডিয়াওয়ান এয়ারের এই বিমান। সেখান থেকে দশটা নাগাদ আবার উড়ান শুরু করে কলকাতায় নামে ১১টা ২০ মিনিট নাগাদ। প্রায় ঘণ্টাখানেক পর বিমানটি ফের জামশেদপুরের উদ্দেশে রওনা দেয়। সপ্তাহে সাতদিন বিমানটি জামশেদপুর থেকে সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ যাত্রা শুরু করে ৯ টা ২০ মিনিট নাগাদ কলকাতায় পৌঁছাবে। আবার ১০ টা ১০ মিনিট নাগাদ এটি জামশেদপুরের উদ্দেশ্যে উড়ে যাবে।
advertisement
advertisement
এর আগে ২০০৭ সালে এয়ার ডেকান উড়ান শুরু করেছিল জামশেদপুর ও কলকাতার মধ্যে। তারপর কিংফিসার-সহ একাধিক বেসরকারি উড়ান সংস্থা এই রুটে চলাচল করলেও লাভের মুখ দেখতে না পাওয়ায় অল্প কিছুদিনের মধ্যেই তারা ব্যবসা গুটিয়ে নেন। কারণ কলকাতার সঙ্গে রেল ও সড়কপথে জামশেদপুরের যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি সহজলভ্য। কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টাভি বলেন, কলকাতা জামশেদপুরের মধ্যে বিমান চলাচলের ফলে কেন্দ্রের রিজিওনাল এয়ার কানেক্টিভিটি স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হবে এবং সিটি অফ জয়ের সঙ্গে সিটি অফ স্টিলের যোগাযোগ সহজতর হবে। এখন যাত্রী পরিষেবা কতটা উন্নত হয় এই রুটে তার ওপরই নির্ভর করছে পরবর্তী সময়ে আবারও মুখ থুবড়ে পড়বে কিনা কলকাতা জামশেদপুরের মধ্যে স্বল্প আসনের বিমান পরিষেবা, এখন সেটাই দেখার।
advertisement
Rudra Narayan Roy
Location :
Dum Dum,North Twenty Four Parganas,West Bengal
First Published :
February 06, 2023 5:14 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kolkata-Jamshedpur Flight: মাত্র এক ঘণ্টায় কলকাতায় থেকে জামশেদপুর, এবার নিতে পারেন বিমানযাত্রার আনন্দ