Bus Souhardya on Padma Setu : পদ্মা সেতুর উপর দিয়ে ছুটবে ‘সৌহার্দ্য’, আড়াই বছর পর ফের শুরু কলকাতা-ঢাকা বাস পরিষেবা

Last Updated:

Bus Souhardya on Padma Setu : দুই বাংলায় স্বস্তি দিয়ে আবারও চালু বাস পরিষেবা, সল্টলেক থেকেই মিলবে 'সৌহার্দ্য' 

বাংলাদেশে সদ্য উদ্বোধন হওয়া নতুন পদ্মা সেতুর উপর দিয়েই ছুটবে সৌহার্দ্য
বাংলাদেশে সদ্য উদ্বোধন হওয়া নতুন পদ্মা সেতুর উপর দিয়েই ছুটবে সৌহার্দ্য
উত্তর ২৪ পরগনা : করোনা অতিমারির কারণে দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় ভারত-বাংলাদেশ যাত্রী পরিষেবা । ফের আবারও প্রায় আড়াই বছর পর চালু হল এই আন্তর্জাতিক বাস পরিষেবা । বাংলাদেশে সদ্য উদ্বোধন হওয়া নতুন পদ্মা সেতুর উপর দিয়েই ছুটবে সৌহার্দ্য । নতুন এই সেতু চালু হয়ে যাওয়ার ফলে কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত বাসযাত্রার সময় কমবে প্রায় চার ঘন্টা বলে জানানো হয় পেট্রাপোল সীমান্ত বাস পরিষেবা সংগঠনের পক্ষ থেকে ৷
শ্যামলী যাত্রী পরিবহণ সংস্থার সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে এই যাত্রিবাহী বাস যাতায়াত করবে । কলকাতা-ঢাকার মধ্যে যাত্রিবাহী বাস চালু করার অনুমতি পাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের সহায়তায় সৌহার্দ্য নামের এই বাস পরিষেবা আবারও চালু করা হয় । প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় এই বাস সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়বে । আবার ঢাকা থেকে এই বাস মঙ্গল, বুধ ও শুক্রবার রওনা দেবে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে ।
advertisement
advertisement
Karunamoyee BusStand:
https://maps.app.goo.gl/GGxHTDUkFG9zRtZj8
কলকাতা-ঢাকার বাসভাড়া থাকছে ১ হাজার ৪০০ টাকাই । ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাস চলাচলও । এই বাস কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে দুপুর পৌনে ১২টায় । আর আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকেল চারটের সময় । কলকাতা-আগরতলার ভাড়াও আগের মতোই ১ হাজার ৮০০ টাকাই থাকছে ।
advertisement
আরও পড়ুন :  মা-ছেলের তৈরি প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত অসংখ্য যুবক যুবতী
কলকাতা থেকে তিন দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশের বিআরটিসি । উভয় পরিবহণ সংস্থাই রবিবার বন্ধ রাখবে এই বাস পরিষেবা । বাংলাদেশের যাত্রী রুবিন মণ্ডল বলেন, ‘‘ এই বাস পরিষেবা বন্ধ  থাকায় প্রচুর সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের ।’’
advertisement
Rudra Narayan Roy)
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bus Souhardya on Padma Setu : পদ্মা সেতুর উপর দিয়ে ছুটবে ‘সৌহার্দ্য’, আড়াই বছর পর ফের শুরু কলকাতা-ঢাকা বাস পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement