North 24 Parganas News: দুবাইয়ের বুর্জ আল আরবি হোটেল এবার নৈহাটিতে

Last Updated:

দুবাইয়ের বুর্জ আল আরবি হোটেল এবার নৈহাটিতে

+
নৈহাটির

নৈহাটির কালীপুজোর মণ্ডপ

#উত্তর ২৪ পরগনা: দুবাইয়ে পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল ডি, আবার অনেকের কাছে পরিচিত বুজ আল আরবি নামে। এবার সেই হোটেলের অনুকরণেই কালীপুজোর মণ্ডপ সেজে উঠছে নৈহাটির নিউ স্টার ক্লাবের। প্রায় ৯০ ফুটেরও দীর্ঘ উচ্চতা এই মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় আছড়ে পড়বে বলেই মনে করছেন ক্লাব উদ্যোক্তারা। তাই জন্য ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে চলছে বৈঠক, সাজিয়ে নেওয়া হচ্ছে পরিকল্পনা। মণ্ডপে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। কাল থেকেই দর্শকরা প্রবেশ করতে পারবেন ভিতরে। তবে ইতিমধ্যেই বহু মানুষ মন্দির দেখার জন্য আসছেন বলেই জানালেন ক্লাব সদস্যরা। প্রতিবছরই এই ক্লাব নতুনত্বের স্বাদ দিয়ে থাকে নৈহাটি বাসীদের।
advertisement
প্রতিবছরের মতো এবছরও পুরস্কারের দাবি রাখছেন তাঁরা। পুজোর কয়দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন রাখা হবে মণ্ডপ প্রাঙ্গনে।জেলার মধ্যে কালীপুজোর রমরমার জন্য বারাসতের পরই জনপ্রিয়তায় কিন্তু অনেকটাই উপরের সারিতে রয়েছে নৈহাটি। গত কয়েক বছর ধরে সাবেকি পূজোর পাশাপাশি নৈহাটিতে থিম পুজোর মধ্যেও চলছে একে অপরকে টেক্কা দেওয়ার পালা।
advertisement
তবে গত দুবছর কালীপুজোর উন্মাদনা কিছুটা ভাঁটা পড়লেও, এ বছর আবারও নৈহাটি তার পুরনো কালীপুজোর ছন্দে মেতে উঠবে বলেই মনে করা হচ্ছে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আবারও উৎসবের আনন্দে সেজে উঠতে তৈরি হচ্ছে জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটি শহর।
বিগত কয়েক বছরে নৈহাটির কালীপুজো রাজ্য বাসীর বিশেষ নজর কেড়েছে। আলোক শয্যার পাশাপাশি নতুন নতুন চিন্তা ভাবনার উপস্থাপনা সারা ফেলে দিয়েছে এখানকার স্থানীয় ক্লাব গুলি। তাই এবারও শ্যামা পূজাকে কেন্দ্র করে সেজে উঠেছে নৈহাটির বিভিন্ন কালীপুজো মণ্ডপ গুলি।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুবাইয়ের বুর্জ আল আরবি হোটেল এবার নৈহাটিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement