North 24 Parganas News: তিতুমীরের বাঁশের কেল্লায় যাওয়ার রাস্তার অবস্থা কাহতব্য নয়

Last Updated:

বাদুড়িয়ার ছোট্ট গ্রাম নারকেলবেড়িয়ায় তিতুমীরের এই বাঁশের কেল্লা অবস্থিত। কিন্তু সেই বাঁশের কেল্লায় যাওয়ার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ।

+
title=

উত্তর ২৪ পরগনা: ইংরেজদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন মীর নিসার আলি ওরফে তিতুমীর। তাঁর বাঁশের কেল্লা সারা ফেলে দিয়েছিল সেই সময়। যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে জায়গা করে নিয়েছে। কিন্তু এই ইতিহাস বিজড়িত বাঁশের কেল্লা নিয়ে সচেতনতা ও যত্নের অভাব অত্যন্ত প্রকট।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ছোট্ট গ্রাম নারকেলবেড়িয়ায় তিতুমীরের এই বাঁশের কেল্লা অবস্থিত। কিন্তু সেই বাঁশের কেল্লায় যাওয়ার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তা দিয়ে চলাফেরা করলে পথচারীর ধুলো না খেয়ে উপায় নেই। তাছাড়া রাস্তা বলে আদৌ কিছু আছে কিনা সেই সংশয়‌ও তৈরি হতে পারে মনে।
advertisement
advertisement
বাদুড়িয়ার আটলিয়া থেকে নারকেলবেড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লা পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। বর্ষাকালে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তখন এক হাঁটু কাদা পেরিয়ে যেতে হয়। গ্রীষ্ম ও শীতকালে ধুলো খেতে খেতে পথ চলতে হয়। অথচ তিতুমীরের বাঁশের কেল্লা ছাড়াও এই রাস্তার গুরুত্ব কম নয়। প্রতিদিন এখান দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। যদিও নারকেলবেড়িয়ার রাস্তার মতই তিতুমীরের বাঁশের কেল্লারও বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিকমত সংস্কার হয় না এই বাঁশের কেল্লার। এই পরিস্থিতিতে তাঁরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: তিতুমীরের বাঁশের কেল্লায় যাওয়ার রাস্তার অবস্থা কাহতব্য নয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement