ISF candidate's husband beaten: আইএসএফের জয়ী প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি

Last Updated:

আইএসএফের জয়ী প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর, তিনি হাসপাতালে ভর্তি। অভিযোগের তীর উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বসিরহাটঃ আইএসএফের জয়ী প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর, তিনি হাসপাতালে ভর্তি। অভিযোগের তীর উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৯ নম্বর বুথের কঠুর গ্রামে। এদিন ভোর তিনটে নাগাদ একদল দুষ্কৃতী রাতের অন্ধকারে আইএসএফের জয়ী প্রার্থী আরজিনা বিবির বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এমনকি তার স্বামী জামাত আলী গাজীকে খুনের চেষ্টা করে।
তাদের অভিযোগ, এই বুথে আইএসএফ প্রার্থী জিতেছে। যার কারণে পরিকল্পনা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে ঢুকে প্রাণে মারার চেষ্টা করেছে। প্রার্থীর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাটে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
তৃণমূলের উত্তর ২৪ পরগণার এসসি-ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, “এটা তাদের দলীয় কোন্দল। এর সঙ্গে তৃণমূল কোন রকম ভাবে জড়িত না। এই পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসন জিতেছে। কেনই বা আমরা গন্ডগোল করব? পঞ্চায়েত আমাদের দখলে। পরিকল্পনা করে বিরোধীরা আমাদের দলকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে আমাদেরকে দোষারোপ করছে।”
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
ISF candidate's husband beaten: আইএসএফের জয়ী প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement