Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাস বসিরহাটে
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পঞ্চায়েত ভোটের পর রাজনৈতিক সংঘর্ষে তপ্ত বসিরহাট মহকুমা। ভোট পরবর্তী হিংসায় তাঁদের বহু কর্মী বাড়িছাড়া বলে বিরোধীদের অভিযোগ
উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসায় জ্বলছে বসিরহাট মহাকুমার বহু এলাকা। ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এর মধ্যে বসিরহাটের পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
আরও পড়ুন: ভোটাররা লাইনে দাঁড়িয়ে, কিন্তু ভোট নেওয়ার লোকই নেই! পুনর্নির্বাচনের দিন অবাক দৃশ্য ময়নায়
উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার মিনাখাঁ, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ভোট পরবর্তী হিংসা শুরু করেছে বলে বাম, আইএসএফ ও বিজেপির অভিযোগ। মিনাখাঁর চার নম্বর চৈতল এলাকায় সন্তু পাত্র, যোগেন্দ্রনাথ করন, নির্মল দাস সহ বেশকিছু বিজেপি কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজ্যের প্রধান বিরোধী দল অভিযোগের আঙুল তুলেছে শাসক তৃণমূলের দিকে। ওই বিজেপি কর্মীদের বাড়ির জানালার কাঁচ, টিভি, আলমারি, রান্নার গ্যাস সহ বহু জিনিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একই ধরনের ঘটনা ঘটেছে হিঙ্গলগঞ্জের রূপমারি এলাকায়। এখানে তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের বাড়ির লক্ষ্য করে বোমাবাজি করেছে এমনই অভিযোগ।
advertisement
advertisement
শাসক দল যথারীতি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকের পরিস্থিতির মোটেই নিয়ন্ত্রণে নেই। তবে দ্রুত পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে বিরোধীদের অভিযোগ শাসক দলের সন্ত্রাসের জেরে তাদের বহু কর্মী সমর্থক ঘরছাড়া
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2023 8:36 PM IST









