নিউটাউন থেকে বাংলাদেশে যাচ্ছিল ৫৫টি চোরাই মোবাইল, ধরে ফেলল পুলিশ

Last Updated:

বাংলাদেশে পাচার করার আগে উদ্ধার করা হল ৫৫টি মোবাইল, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিউটাউনের ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার। হায়দ্রাবাদের বাসিন্দা দুইজন। উদ্ধার হওয়া মোবাইল চোরাই মোবাইল। ধৃত দুজনকে চার দিনের পুলিশি হেফাজতে নিয়েছে।

পাচারের আগে উদ্ধার মোবাইল
পাচারের আগে উদ্ধার মোবাইল
বাংলাদেশে পাচার করার আগে উদ্ধার করা হল ৫৫টি মোবাইল, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিউটাউনের ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার। হায়দ্রাবাদের বাসিন্দা দুইজন। উদ্ধার হওয়া মোবাইল চোরাই মোবাইল। ধৃত দুজনকে চার দিনের পুলিশি হেফাজতে নিয়েছে।
পুলিশ সূত্র মারফত খবর পায় ইকোপার্ক থানা এলাকার একটি হোটেলে সন্দেহজনক দুই ব্যক্তি রয়েছে। পুলিশের সূত্র ধরে হোটেলে গিয়ে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করলে একটি সোলার পেটির মধ্যে প্রায় ৫৫টি মোবাইল উদ্ধার করে। এরপরেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তারা হায়দ্রাবাদের বাসিন্দা। সেখান থেকে চোরাই মোবাইল তারা বাংলাদেশে পাচারের উদ্দেশে এসেছিল।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ট্রেন বা ফ্লাইটে তারা আসেনি তার কারণ সেখানে চেকিংয়ের কারণে ধরা পড়ে যেত। সেই কারণে তারা বাস রুটটিকে ব্যবহার করেছে। হায়দ্রাবাদ থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে ধর্মতলা এবং সেখান থেকে সোজা নিউ টাউনের গেস্ট হাউসে এসে ওঠে। মোবাইলগুলি একটি সোলার পেটির মধ্যে নিয়ে আসা হচ্ছিল যাতে কারো সন্দেহ না হয়।
advertisement
আজ ধৃত এই দুজনকে বারাসাত আদালতে তোলা হয়েছে এবং পুলিশ চার দিনের পুলিশি হেফাজতে নিয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে এবং বাংলাদেশে কিভাবে পাচার করা হতো, কার দ্রুত পাচার করা হচ্ছিল সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করবে। এর পাশাপাশি কোথা থেকে এই মোবাইল গুলি চুরি করা হয়েছিল সেটাও জানার চেষ্টা করবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
নিউটাউন থেকে বাংলাদেশে যাচ্ছিল ৫৫টি চোরাই মোবাইল, ধরে ফেলল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement