North 24 Parganas News: মাত্র ২১-এই সব শেষ! নির্যাতনের জেরে বধূর মৃত্যু, শ্রীঘরে স্বামী
- Published by:Sanchari Kar
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বিবাহের পর গৃহবধূ জানতে পারেন স্বামীর একটি অবৈধ সম্পর্ক আছে। সেই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতেই তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকত।
বসিরহাট: বধূকে পিটিয়ে মারার অভিযোগ শ্রীঘরে স্বামী। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়ুবালা গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালে খাড়ুবালা গ্রামের বাসিন্দা বছর ২৪-এর শরিফুল মোল্লার সঙ্গে প্রণয় সূত্রে বিবাহ হয় মেটোআইট গ্রামের বাসিন্দা ২১ বছরের মরিয়াম খাতুনের। বিবাহের পর গৃহবধূ জানতে পারেন স্বামীর একটি অবৈধ সম্পর্ক আছে। সেই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতেই তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকত। এই নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য ভাবে সালিশি সভাও হয়েছে কিন্তু তারপরেও কোনও রকমের সমাধান হয়নি।
চলতি মাসের ২৮ তারিখ রাতে মরিয়ামকে বেধড়ক মারধর করে স্বামী। এই ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েন ওই বধূ। তার পর পরিবারের সদস্যরা চিকিৎসা করানোর জন্য তাঁকে নিয়ে যান হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসাকরা তাঁকে কলকাতা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করেন।
সেখানে চিকিৎসা করানোর পর বধূকে বাড়িতে নিয়ে আসেন বাড়ির সদস্যরা। এ দিন সন্ধ্যায় ওই গৃহবধুর আবারও শারীরিক অবস্থা অবনতি হলে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা স্বামী-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ দায়ের করেছেন হাড়োয়া থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 4:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাত্র ২১-এই সব শেষ! নির্যাতনের জেরে বধূর মৃত্যু, শ্রীঘরে স্বামী