North 24 Parganas News: দিঘা ভ্রমণে বাড়ির মালিক, রাতের অন্ধকারে পুড়লো মোটর বাইক সহ একাধিক নথি

Last Updated:

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান পেশায় গ্ৰাম্য চিকিৎসক ও একটি বীমা সংস্থার এজেন্ট। কয়েক দিন আগে তারা দিঘাতে বেড়াতে গেছেন।

বসিরহাট: দীঘা ভ্রমণে গিয়েছে গৃহস্থ, আর ওদিকে রাতের অন্ধকারে পুড়লো মোটর বাইক সহ একাধিক নথিপত্র। হঠাৎই বাড়ির ভিতর থেকে ধোঁয়া দেখা যায়, তার পরপরই আগুনের হলকা বেরিয়ে আসে! এরপর এক আগুনেই পুড়ে গেল মোটরবাইক, ফ্রিজ, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ঘরের টিনের ছাউনি। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের চকপাটলী অঞ্চলের তাড়াগোপাল গ্ৰামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর রাতে হঠাৎই ধোঁয়ার সঙ্গে আগুনের হালকা দেখতে পাওয়া যায় এলাকার গ্রাম্য চিকিৎসক মোস্তাফিজুর রহমান এর বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক আসবাবপত্র।
এই ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন, তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
advertisement
আরও পড়ুন ঃ চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছতেই ফ্রি হয়ে গেল ফুচকা! বিনামূল্যে খান যত খুশি! ভাইরাল
তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় মোটরবাইক, ফ্রিজ, থেকে শুরু করে বীমা সংস্থার কাগজ সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। মোস্তাফিজুর রহমান পেশায় গ্ৰাম্য চিকিৎসক ও একটি বীমা সংস্থার এজেন্ট। কয়েক দিন আগে তারা দিঘাতে বেড়াতে গেছেন।
advertisement
এদিন বাড়িতে এদিন কেউ ছিলেন না, তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। মোস্তাফিজুর এর মা,বাবা ও ভাই এর স্ত্রীর অভিযোগ, কে বা কারা রাতের অন্ধকারে রাতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দিঘা ভ্রমণে বাড়ির মালিক, রাতের অন্ধকারে পুড়লো মোটর বাইক সহ একাধিক নথি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement