North 24 Parganas: ওপার বাংলার ইলিশে এপার বাংলায় নববর্ষ পালন

Last Updated:

নতুন বছরের শুরুতেই পাতে পড়ল ইলিশ৷ একেবারে সাবেকি বাঙালিয়ানায় ভোজ,পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা৷

+
খাওয়া-দাওয়া

খাওয়া-দাওয়া চলছে ইলিশের নানান পদ

বনগাঁ: নতুন বছরের শুরুতেই পাতে পড়ল ইলিশ৷ একেবারে সাবেকি বাঙালিয়ানায় ভোজ,পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা৷ শনিবার বনগাঁর বিএস ক্লাব মাঠে স্থানীয়দের নিয়ে বাংলা নববর্ষ উৎযাপনের আয়োজন করা হয়৷সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থা৷ মেনুতে ছিল ভাজা ইলিশ, কচুশাকের ইলিশ সহ নানা আইটেম৷ এছাড়া বিউলির ডাল ও শেষপাতে জিলিপি৷ গ্রীষ্মের তপ্ত দুপুরে গরম ভাতের পরিবর্তে পান্তাভাতের ব্যবস্থা করা হয়৷ বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য জানালেন,নববর্ষের উৎসব পালনে বাংলাদেশ থেকে দুই কুইন্টাল ইলিশ মাছ আনা হয়৷ পান্তাভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা৷পুরনো দিনের এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ৷ তিঁনি দাবি করেন,এর আগে বনগাঁতে এমন ধরনের অনুষ্ঠান কখনো হয়নি৷ এবার পয়লা বৈশাখ শুক্রবার বনগাঁয় নববর্ষের উৎসব পরিণত হয় ইলিশ উৎসবে৷বলা যায় ভোজন রসিক বাঙালির মিলনক্ষেত্র ছিল বনগাঁর বিএস ক্লাব মাঠ ৷ উদ্যোগক্তা ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি৷ এক সময় শহুরে বাঙালীদের বাংলা নববর্ষে বাঙালিয়ানার প্রতীক হিসেবে ভাজা ইলিশ মাছ সহযোগে পান্তা ভাত খাওয়ার রেওয়াজ ছিল৷পরে একুশ শতাব্দীর প্রথম দশকে নববর্ষের সকালে ইলিশ মাছ ভাজা ও পান্তা ভাত বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়৷কিন্তু বর্তমানে বাঙালি ইলিশ প্রিয় হলেও,অনেকের পান্তা ভাতে অরুচি৷ বাংলা নববর্ষে পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই উত্তর ২৪ পরগণার বনগাঁয় আয়োজন করা হয় ইলিশ দিয়ে পয়লা বৈশাখের উৎসব৷ এতে যোগ দেন চার নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ৷তাদের আশা প্রতি বছর এই দিনটি ফিরে আসুক৷ তার সঙ্গে আসুক বাঙালির পুরনো ঐতিহ্য৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ওপার বাংলার ইলিশে এপার বাংলায় নববর্ষ পালন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement