North 24 Parganas News- রেশন কার্ড নিয়ে হয়রানির শিকার, হঠাৎই ব্লক হয়ে যাচ্ছে কার্ড
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সমস্যা সমাধানের আশায় ভিড় জেলা খাদ্য দফতরে
#উত্তর ২৪ পরগনা: রেশন কার্ড নিয়ে হয়রানির শিকার। বারাসত বনমালীপুর জেলা খাদ্য সরবরাহ দফতরে রেশন কার্ড নিয়ে লম্বা লাইন সাধারণ মানুষের। অভিযোগ, হঠাৎ করে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। সমস্যা সমাধান করতে এদিন সকাল থেকে বারাসত বনমালীপুরে খাদ্য দফতরে, লাইনে দাঁড়িয়েছেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। সেই বাতিলের তালিকায় তাদের কার্ড কেন ফেলা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লাইনে দাঁড়ানো মানুষরা।
তাদের অভিযোগ, রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলে তারা জানতে পারে, তাদের কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন ডিলার কতৃপক্ষ তাদের খাদ্য সরবরাহ দফতরের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন। সেই মত তারা লাইন দিয়েছেন খাদ্য দফতরে। তাদের অভিযোগ, অযথা তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। বিষয়টি নিয়ে খাদ্য ও সরবরাহ দফতরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা যায়, রাজ্য সরকার ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে। সেই তালিকায় যাদের রেশন কার্ডে নাম-ঠিকানা ভুল রয়েছে, বা কারোর কার্ডে অন্য কারোর নাম রয়েছে কিংবা আধারের সাথে কার্ডের লিংক হয়নি তাদের রেশন কার্ড ব্লক হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন এলাকার বৃহৎ অংশের মানুষ। সে কারণেই তারা ভিড় জমিয়েছেন খাদ্য ও সরবরাহ দফতরের জেলা সদর দফতরে। যদিও বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে, যত শীঘ্রই সম্ভব সমস্যার সমাধান হবে।
view commentsLocation :
First Published :
March 23, 2022 7:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- রেশন কার্ড নিয়ে হয়রানির শিকার, হঠাৎই ব্লক হয়ে যাচ্ছে কার্ড
