North 24 Parganas News: বারুইপুরের পাশাপাশি হাবড়ার পেয়ারাও এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, লাভের মুখ দেখছেন চাষিরা

Last Updated:

জেলায় বেড়েছে পেয়ারার ফলন, বারুইপুরের পাশাপাশি হাবড়ার পেয়ারাও যাচ্ছে ভিন রাজ্যে

+
চলছে

চলছে পেয়ারা বাছাই করে প্যাকেজিং এর কাজ

#উত্তর ২৪ পরগনা: "বারুইপুরের পেয়ারা, খেলেই হবে চেহারা"। এমনটাই হেঁকে হেঁকে ট্রেনে-বাসে পেয়ারা বিক্রি করেন হকাররা। এমন একটা সময় ছিল যখন পেয়ারা মানেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। বর্তমানে তা পাল্টেছে। বারুইপুরেই যে পেয়ারা চাষ হয় এমনটা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই হচ্ছে পেয়ারার ফলন। এর স্বাদ ও গুণগতমান বেশ ভালো। অন্যান্য জায়গার পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাবড়া অঞ্চলের ম্যারাকপুর ও ইছাপুর গ্রামের পেয়ারা চাষ নজর কেড়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলের পেয়ারা প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চাহিদা রয়েছে ভিন রাজ্যেও। উত্তর ২৪ পরগণা জেলার পেয়ারার সুমিষ্ট স্বাদই নাকি চাহিদা বাড়িয়েছে বাজারে। ফলে ভালো ফলন আর ভালো লাভ হওয়ায় অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে এই অ়ঞ্চলের পেয়ারা চাষিদের। জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্যে এই পেয়ারা পৌঁছে যাচ্ছে।
বলা যেতে পারে, অনেকেই সব্জি বা ধান চাষের পাশাপাশি পেয়ারা চাষে উৎসাহ দেখাতে শুরু করেছেন। প্রথমে পরীক্ষামূলকভাবে পেয়ারা চাষ শুরু করেছিলেন ম্যারাকপুর ও ইছাপুর গ্রামের কৃষকরা। তখন ফলন ততটা না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানভিত্তিক চাষে পেয়ারার ফলন বেড়েছে অনেকটাই। এই গ্রামের মতো রাজ্যের নানা প্রান্তে চাষ হওয়া পেয়ারাই বাজারের বিশাল চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। কৃষি আধিকারিকদের পরামর্শ ও সাহায্যে আগের তুলনায় অনেক ফলন বেড়েছে বলে দাবি কৃষকদের। পেয়ারা চাষে তাদের উন্নতি হতেই চাষের প্রতি ভালোবাসা জন্মেছে বলে জানালেন এই গ্রামের কৃষকরা। হাবড়া এক নম্বর ব্লকের কৃষি আধিকারিক সুপর্না দাস সুত্রধর জানালেন, আগের থেকে অনেকটাই লাভজনক অবস্থায় আসায়, পেয়ারা চাষে আগ্রহ প্রকাশ করছেন কৃষকরা।
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বারুইপুরের পাশাপাশি হাবড়ার পেয়ারাও এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, লাভের মুখ দেখছেন চাষিরা
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement