North 24 Parganas News- নেশার জগত ছেড়ে, পথবাসী মেয়েরা 'প্রজাপতির পাঠশালায়' শিখছে মেকআপ এর কাজ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
তাদের লক্ষ্য, স্বনির্ভর হওয়া
#উত্তর ২৪ পরগনা: নেশাগ্রস্ত থেকে সমাজের মূলস্রোতে ফেরানোর অভিনব উদ্যোগ। অসহায় পথবাসী মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রজাপতির পাঠশালায় শুরু হল বিনামূল্যে ব্রাইডাল মেকাপ কর্মশালা। রক্তের নয়, হৃদয়ের সম্পর্কে গড়ে তুলেছে পরিবার। হয়েছে আপনজন। ওরা পরিচয়হীণ নয়, ওরা আমাদেরই ভাইবোন। সেই অঙ্গীকারকে মাথায় রেখে এবার আবারো এগিয়ে এলো টিম রিভলিউশনের পুলিশ কাকু অর্ণব রায় ও তার স্ত্রী ঈশিকা। মেকওভার সংস্থার সঙ্গে যুক্ত ঈশিকা রায় চৌধুরী। পথবাসী অসহায় মেয়েদের স্বনির্ভরের লক্ষ্যে প্রজাপতির পাঠশালায় শুরু হল বিনামূল্যে ব্রাইডাল মেকআপ কোর্সের কর্মশালা। বারাসত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এই কর্মশালার আয়োজন করা হয়।
এতদিন শুধুমাত্র পুলিশ কাকু অর্ণব, বাচ্চাদের পাশে ছিল। কিন্তু এবার সেই বাচ্চাদের পাশে এসে দাঁড়াল অর্ণব বাবুর স্ত্রীও। ঈশিকা মেকওভারের ঐকান্তিক পরিচালনায় এবার হাতে কলমে মেকাপের কোর্স শেখানোর অভিনব কর্মশালা হল । প্রতি রবিবার করে এই কর্মশালা হবে বলে জানান টিম রেভলিউশনের অর্ণব রায় চৌধুরী। অর্ণব বাবু আরো জানান, এই সমস্ত পথবাসী শিশু ও মেয়েরা অধিকাংশই নেশাগ্রস্ত। এদেরকে বিভিন্ন ভাবে খেলার ছলে ডেকে এনে স্বনির্ভর করাই তাদের মূল লক্ষ্য। আগামী দিনে তাদের পাশে কাউকে প্রয়োজন হবে না, তারা নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই মহৎ উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রেল পাড়ের দোকানদাররাও। যথাসাধ্য সাহায্যের মধ্যে দিয়ে সকলেই এখন চাইছে নেশার জগত ছেড়ে স্বাভাবিক জীবনে বেড়ে উঠুক এই ভবঘুরে মেয়েরা।
view commentsLocation :
First Published :
March 23, 2022 7:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- নেশার জগত ছেড়ে, পথবাসী মেয়েরা 'প্রজাপতির পাঠশালায়' শিখছে মেকআপ এর কাজ