North 24 Parganas: রমজান মাসে ফলের দাম আকাশ ছোঁয়া

Last Updated:

পেট্রোল ডিজেলের দাম তো কমছেই না বরং প্রতিনিয়ত দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। পাল্লা দিয়ে দাম বাড়ছে ফলেরও।

+
চলছে

চলছে ফল বিক্রি

উত্তর ২৪ পরগনা: পেট্রোল ডিজেলের দাম তো কমছেই না বরং প্রতিনিয়ত দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। পাল্লা দিয়ে দাম বাড়ছে ফলেরও। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মুসলিম ধর্মালম্বী মানুষ।এখন তাঁদের রমজান মাস চলছে৷সারাদিন উপোস থাকার পর সন্ধ্যায় ফল খেয়ে রোজা ভাঙেন৷ অন্যদিকে ক্রেতা না থাকায় রমজান মাসে হতাশ ফল বিক্রেতারাও।সারা রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার নানা প্রান্তের ছবিটা প্রায় একই।নাগালের বাইরে চলে গিয়েছে ফলের দাম৷ এই পরিস্থিতিতে যদিও বা প্রয়োজনের তাগিদে কেউ ফল নিচ্ছেন, কিন্তু তার পরিমান অনেকটাই কম৷ করোনা আর লকডাউনের কারণে অনেকেই এখনও অর্থনৈতিক ভাবে পিছিয়ে রয়েছেন। তার উপরে রোজার মাসে ফলের দাম লাগামছাড়া।ফলে রোজা রেখে দিনশেষে যে একটু ফল মুখে দিয়ে রোজা ভাঙবেন,সে উপায় নেই৷ ফল বিক্রি কম,তাই একরাশ আক্ষেপের সুর ফল বিক্রেতাদের গলায়।তাঁরা জানালেন,খেজুরের দাম কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। তরমুজের কেজি কোথাও ৩০ টাকা তো তেই, কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।বিশেষ করে যারা রোজা রাখেন৷ প্রচলিত রীতি অনুযায়ী, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা বা রোজা রাখা । রোজার আগের ভোরের খাবারটিকে সেহরি বলা হয়, অন্যদিকে সূর্যাস্তের যে খাবারটি রোজা ভঙ্গ করে তাকে ইফতার বলা হয়।এই ইকোথাও ৩৫ টাকা। আপেল, মোসাম্বি লেবু, আঙুরের দাম লাগাম ছাড়া। পাকা কলার ডজন ৬০ টাকা।রোজা ভাঙতে গুরুত্বপুর্ন হয়ে ওঠা ফল এখন নাগালের বাইরে চলে যেফতারেই থাকে ফল৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: রমজান মাসে ফলের দাম আকাশ ছোঁয়া
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement