উত্তর ২৪ পরগনা: পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় দুই পৃথক সীমান্ত থেকে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল বিথারী সীমান্তে টহল দিচ্ছিল। সেই সময় চারজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তাতেই জানা যায় কাজের খোঁজে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এরপরই তাদের গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা। তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি ও মুম্বইতে গেলে ভালো রোজগার হবে এই কথা শুনেই তারা উত্তর ২৪ পরগনার এই সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশ করে।
অন্যদিকে স্বরূপনগরেরই হাকিমপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের টহলদার বাহিনী। পরে আইন মেনে ওই মহিলাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত এই পাঁচ বাংলাদেশিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।