উত্তর ২৪ পরগনা: বাড়ির কর্ত্রী হাতের সব কাজ সেরে একটু পাশের বাড়ি গিয়েছিলেন। ঠিক তখনই বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। লক্ষাধিক টাকার উপরের জিনিসপত্র পুড়ে গিয়েছে আগুনে। সব হারিয়ে পথে বসেছে পরিবারটি। হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের ৭ নম্বর লেবুখালির ঘটনা।
আশেপাশে দমকল কেন্দ্র না থাকায় প্রতিবেশীরাই ঝাঁপিয়ে পড়ে বালতিতে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে কাজ হলেও অনেকটা সময় লেগে যায়। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে দম্পতি গীতা দাস ও বসন্ত দাসের কার্যত পথে বসার জোগাড় হয়েছে। প্রতিবেশীদের অনুমান বাড়ির ইলেক্ট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল।
এই অগ্নিকাণ্ডে ওই বৃদ্ধ দম্পতির বাড়ির দলিল, আই কার্ড, আধার কার্ড সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপ্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যাচ্ছে বাড়িতে নগদ লক্ষাধিক টাকা রাখা ছিল, সেগুলোও পুড়ে গিয়েছে। কার্যতার সব হারিয়ে পথে বসার জোগাড় ওই বৃদ্ধ দম্পতি। তবে তাঁদের পাশে এসে পাশে দাঁড়িয়েছেন দুলদুলি পঞ্চায়েতের উপপ্রধান বিধান মুন্ডা ও গ্রামবাসীরা।