North 24 Parganas News: ট্রাফিক পুলিশকে সুস্থ রাখতে জনপ্রতিনিধির মানবিক উদ্যোগ
- Published by:kaustav bhowmick
Last Updated:
ট্রাফিক পুলিশদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে তাঁদের হাতে গ্লুকোজ, ডাবের জল তুলে দিলেন এক জনপ্রতিনিধি।
উত্তর ২৪ পরগনা: তাপমাত্রা উঠেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপর। দুপুর হওয়ার আগেই তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে। ফলে বেলা বাড়তেই শুনশান পথঘাট। তবে জেলার সদর শহর বারাসতে যান চলাচল ঠিক রাখতে আর আগের মতই রাস্তায় দায়িত্ব সামলাচ্ছেন ট্রাফিক পুলিশরা। মাথার উপর প্রখর রোদ নিয়েই তাঁরা কর্তব্য পালনে অবিচল। এই ট্রাফিক পুলিশদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে তাঁদের হাতে গ্লুকোজ, ডাবের জল তুলে দিলেন এক জনপ্রতিনিধি।
বারাসতের গুরুত্বপূর্ণ ১০ টি ট্রাফিক কিয়স্কের সামনে গিয়ে কর্মরত ট্রাফিক পুলিশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুমিত সাহা। ট্রাফিক পুলিশদের জল, ডাব, সরবত খাওয়াতে স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ট্রাফিক কিয়স্কগুলিতে একটি করে মাটির কুঁজোও দিয়ে আসেন।
advertisement
advertisement
গোটা রাজ্যের পাশাপাশি বারাসতজুড়ে গরমে হাঁসফাঁস করছে মানুষ। রাস্তায় বেরোলেই সবাই ক্লান্ত হয়ে পড়ছেন। এই অবস্থায় ট্রাফিক পুলিশদের চ্যালেঞ্জ আরও বেশি। তাই তাঁদের সুস্থ রাখতে এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সকলে।
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ট্রাফিক পুলিশকে সুস্থ রাখতে জনপ্রতিনিধির মানবিক উদ্যোগ