Hooghly News: পাঁউরুটি কারখানার গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গন্ধের সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।
হুগলি: পাউরুটি কারখানা থেকে এলাকায় ছড়াচ্ছে প্রবল দুর্গন্ধ। বারবার এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। এই গ্রীষ্মকালে সেই দুর্গন্ধ আরও বেড়েছে। তীব্র গরমে ঘরের দরজা-জানলা বন্ধ রাখা সম্ভব হচ্ছে না বলে গন্ধের চোটে প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসীর। আর তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ দেখালেন। গোঘাটের ঘটনা।
হুগলির গোঘাটের ভিকদাস এলাকায় একটি বেকারি আছে। বাসিন্দাদের অভিযোগ, ওই বেকারির দুর্গন্ধে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়ছেন। সুস্থ জীবন যাপন করা সম্ভব হচ্ছে না। বাধ্য এই কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তাঁরা। এর আগে বিষয়টি নিয়ে গ্রামের মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। কিন্তু প্রশাসন সেই অভিযোগে কান দেয়নি বলে এলাকাবাসীর দাবি। আর তাই মঙ্গলবার স্থানীয়রা মাইকিং করে বিক্ষোভ দেখান। দ্রুত এই দুর্গন্ধের সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।
advertisement
advertisement
এদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁরা জানান এই কারখানা থেকে অর্গানিক প্রোডাক্ট তৈরি হয়। তাই দুর্গন্ধের কোনও ব্যাপারই নেই। তাছাড়া প্রশাসনের অনুমতি নিয়েই এই কারখানা খোলা হয়েছে বলে মালিক জানিয়েছেন।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 7:29 PM IST